ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যাকটেরিয়ায় চলবে স্মার্টফোন

প্রকাশিত: ০৬:০০, ১৩ জুলাই ২০১৬

ব্যাকটেরিয়ায় চলবে স্মার্টফোন

বিদ্যুত নয়, স্মার্টফোন এবার চলবে ব্যাকটেরিয়ার সাহায্যে। ব্যবহারকারীর চলাফেরায় যে শক্তি তৈরি হবে, এতেই চলবে ফোনের ব্যাটারি। চলবে কম্পিউটারের অপটিক্যাল মাউসটিও। না, কোন কল্পবিজ্ঞানের গল্প নয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীর দাবি, ব্যাকটেরিয়ার স্বাভাবিক চলাফেরায় যে শক্তি উৎপন্ন হয়, তা একত্র করে আণুবীক্ষণিক ‘উইন্ড-ফার্ম’ বা ‘বাতাসকল’ বানিয়েই স্মার্টফোনের ব্যাটারি চলবে। এছাড়াও অন্যান্য যে কোন আণুবীক্ষণিক যন্ত্রও একই পদ্ধতিতে চলতেই পারে। এবার শুধু তা বাজারে আসার অপেক্ষা। ওয়েবসাইট অবলম্বনে।
×