ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: ০৩:৪৮, ১৩ জুলাই ২০১৬

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

সম্প্রতি অনুষ্ঠিত শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ২৩৫তম সভায় সর্বসম্মতিক্রমে সানাউল্লাহ সাহিদ ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং ফকির আখতারুজ্জামান নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সানাউল্লাহ শাহ্জালাল ইসলামী ব্যাংকের একজন স্পন্সর শেয়ারহোল্ডার ও পরিচালক। তিনি স্যামসাং ব্রান্ডের ইলেকট্রনিক্স পণ্যের বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেকট্রা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান। এছাড়া তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের একজন স্পন্সর শেয়ারহোল্ডার। নবনির্বাচিত নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান একজন সফল নিট গার্মেন্টস ব্যবসায়ী। তিনি নিটওয়ারস (শতভাগ রফতানিমুখী নিট কম্পোজিট ফেক্টরি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। ফকির নিট গার্মেন্টস শিল্পে যথাযথ অবদানের স্বীকৃতিস্বরূপ দুইবার ‘জাতীয় রফতানি ট্রফি’ অর্জন করেন এবং সরকার কর্তৃক দুইবার সিআইপি হিসেবে মনোনীত হন। -বিজ্ঞপ্তি সৌদি আরবে প্রিপেইড ক্যাশইউ কার্ড নিষিদ্ধ অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়নের আশঙ্কায় সৌদি সরকার ইন্টারনেটে লেনদেনে প্রিপেইড কার্ডের ব্যবহার নিষিদ্ধ করেছে। ক্রেতাদের জন্য ইন্টারনেট লেনদেন নিরাপদ করতে এসব কার্ড প্রচলন হয়েছিল। সৌদি সরকার সে দেশে প্রচলিত ‘ক্যাশইউ’ প্রিপেইড কার্ডের ব্যবহার নিষিদ্ধ করেছে। অর্থ পাচার এবং সন্ত্রাসীদের তহবিল জোগাতে এসব কার্ড ব্যবহার হতে পারে, এ মর্মে আশঙ্কা থেকে এ পদক্ষেপ নেয়া হয়েছে। সৌদি অ্যারাবিয়ান মনিটারি এজেন্সি (সামা) সে দেশে ক্যাশইউ কার্ড বিতরণ নিষিদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রিয়াদের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে। সৌদি গেজেট এ খবর জানিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার স্বাস্থ্য সচেতনতায় স্কয়ারের সেমিনার গার্মেন্টসে নারীকর্মীদের প্রতি মাসে গড়ে ৬ দিন করে কাজে অনুপস্থিত থাকতে হচ্ছে পিরিয়ডজনিত জটিলতার কারণে। অপরিচ্ছন্ন পিরিয়ডের কারণে ৯৭% নারীর কোন না কোন সময়ে সার্ভিক্যাল ইনফেকশনে ভুগে। তাছাড়া তারা ভুগে এক্সপোসড ইউটেরাস, ইউটিআই, আরটিআইর মতো রোগে। যার ফলে তাদের মাঝে দেখা যায় গর্ভজনিত জটিলতা। এ ধরনের সমস্যা যৌনজীবনেও বাধা দেয়। আর এই সমস্যার ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে ও সমাধানের সহায়তায় এগিয়ে এসেছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড স্বল্পমূল্যে পোশাক শিল্পে কর্মরত নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিচ্ছে গার্মেন্টস কোম্পানিতে। স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেয়ার সঙ্গে সঙ্গে তাদের শেখানো হচ্ছে এর ব্যবহার এবং তা ব্যবহার পরবর্তী ব্যবস্থাপনা, তাছাড়া তাদের কাছে তুলে ধরা হচ্ছে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের উপকারিতা। -বিজ্ঞপ্তি
×