ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্যামেরন যাচ্ছেন কাল, আসছেন তেরেসা মে

প্রকাশিত: ০৮:০০, ১২ জুলাই ২০১৬

ক্যামেরন যাচ্ছেন কাল, আসছেন তেরেসা মে

জনকণ্ঠ ডেস্ক ॥ ব্রেক্সিটের পর পদত্যাগের ঘোষণা দেয়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আগামীকাল বুধবার দায়িত্ব ছাড়ছেন। এদিকে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে-ই দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন। ‘লৌহমানবী’ খ্যাত মার্গারেট থ্যাচারের পর তেরেসা মে-ই প্রথম নারী, যিনি যুক্তরাজ্যে সরকার প্রধানের দায়িত্বে অধিষ্ঠিত হচ্ছেন। খবর বিবিসি ও টেলিগ্রাফের। সোমবার পার্লামেন্ট ভবনের বাইরে তেরেসা মে বলেছেন, কনজারভেটিভ পার্টির নয়া প্রধান ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর জন্য তাকে বিবেচনা করায় তিনি ‘সম্মানিত ও কৃতজ্ঞ’ বোধ করছেন। তিনি বলেন, আমরা একত্রে একটি চমৎকার ব্রিটেন গড়ে তুলব। তিনি আরও বলেন, আমি প্রধানমন্ত্রী হলে ব্রেক্সিট সফল করব। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধান তথা প্রধানমন্ত্রী পদে তার প্রতিদ্বন্দ্বী এ্যান্ড্রি লিডসম সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর বিষয়টি এখন অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। সোমবার প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন লিডসম। ব্রিটেনের সংবিধান অনুযায়ী দেশটির ক্ষমতাসীন দলের প্রধানই প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করেন। সে হিসাবে তেরেসা ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধান পদে নির্বাচিত হয়ে যাচ্ছেন এবং উঠছেন ডাউনিং স্ট্রিটে। লিডসন সরে যাওয়ায় সোমবারই বৈঠক করে তেরেসাকে আনুষ্ঠানিকভাবে দলের প্রধান ও প্রধানমন্ত্রী পদে নির্বাচিত ঘোষণা করেন কনজারভেটিভ পার্টির নেতারা। গত ২৩ জুন গণভোটে ইইউ থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদের পক্ষে রায় যাওয়ার পর পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ক্যামেরন।
×