ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবারের ইউরোর সেরা ৫ গোল

প্রকাশিত: ০৬:৩৮, ১২ জুলাই ২০১৬

এবারের ইউরোর সেরা ৫ গোল

স্পোর্টস রিপোর্টার ॥ মাসব্যাপী ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ আসর শেষ হয়ে গেল। রবিবার ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো কোন আন্তর্জাতিক আসরের চ্যাম্পিয়ন হলো পর্তুগাল। আর এ গৌরবময় প্রাপ্তির পেছনে ভূমিকা এডারের অবিস্মরণীয় গোল। অতিরিক্ত সময়ে (ম্যাচের ১০৯ মিনিট) ২৫ গজ দূর থেকে নেয়া তার আচমকা তীব্র শট ফরাসীদের জালে জড়িয়ে যায়। এবার ইউরোতে সেরা ৫ গোলের মধ্যে এটিই অন্যতম। এছাড়া ম্যাচের গুরুত্ব বিবেচনায় এবং আকর্ষণের দিক থেকে বাকি গোলগুলো বিবেচনা করা হয়েছে। এবারের ইউরোর সেরা ৫ গোলের তালিকায় আছে দিমিত্রি পায়েট, এডার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জেরডান শাকিরি ও হাল রবসন কানুর করা গোল। দিমিত্রি পায়েট (ফ্রান্স ২-১ রোমানিয়া) ॥ এ ম্যাচ দিয়েই নিজেকে চেনান দিমিত্রি পায়েট। রোমানিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হবে স্বাগতিক ফ্রান্সকে এমন পরিস্থিতিরই উদ্ভব হয়েছিল। ৮৯ মিনিট পর্যন্ত সমতা বিরাজ করছিল। সে সময় রোমানিয়ার পেনাল্টি এরিয়ার ডানপ্রান্তে বল পেয়ে যান পায়েট। বল দখলে নিতে কোনক্রমে বল ছুঁতে পেরেছিলেন ওয়েস্টহ্যাম ইউনাইটেডের এ প্লে-মেকার। বল নিয়ন্ত্রণে আসার পর বাঁ পায়ের তীব্র শট নেন তা গোলপোস্টের বাঁ প্রান্তের ওপরের অংশ দিয়ে জালে জড়িয়ে যায়। বদলি খেলোয়াড় হিসেবে ঢুকেই গোল করে ফরাসীদের দুর্দান্ত জয় পাইয়ে দেন পায়েট। এডার (পর্তুগাল ১-০ ফ্রান্স) ॥ যতদিন বিশ্বে ফুটবল থাকবে ততদিন এডারের নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ ইতিহাস রচনা করেছেন তিনি পর্তুগালের পক্ষে। দেশটির ৯৫ বছরের ফুটবল ইতিহাসে সবচেয়ে গৌরবময় দিনটি উপহার দিয়েছেন ২৮ বছর বয়সী এ ফরোয়ার্ড। মূল একাদশে ঠাঁই না পাওয়া এডার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ৭৯ মিনিটে মাঠে নেমেছিলেন বদলি হিসেবে। অতিরিক্ত সময়ে তিনি ২৫ গজ দূর থেকে নেয়া তীব্র শটে পরাস্ত করেন ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিসকে। ১০৯ মিনিটে এডারের করা সেই গোলে প্রথমবার কোন আন্তর্জাতিক আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (হাঙ্গেরি ৩-৩ পর্তুগাল) ॥ আইসল্যান্ডের বিপক্ষে ১-১ এবং অস্ট্রিয়ার বিপক্ষে ০-০ ড্র করে দারুণ সমালোচিত পর্তুগাল। এমনকি বিতর্কিত হচ্ছিলেন নিজের নামের প্রতি সুবিচার করে তেমন ভাল খেলতে না পারা রোনাল্ডো। হাঙ্গেরির বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে বেশ চাপের মুখেই ছিলেন সি আর সেভেন। কিন্তু স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের মেগাস্টার সময় মতোই জ্বলে উঠলেন। ৫০ মিনিটের সময় তিনি প্রথম গোল করলেন। জোয়াও মারিও’র বাঁকানো ক্রস ব্যাকহিলে জালে জড়িয়ে দেন। আর ৬২ মিনিটে করেন দ্বিতীয়টি। এ দুটি গোলেই দুইবার সমতায় ফেরে পর্তুগাল। জেরডান শাকিরি (সুইজারল্যান্ড ১-১ পোল্যান্ড) ॥ এবারের ইউরোতে সবচেয়ে দর্শনীয় গোল হিসেবে বিবেচনা করা হয়েছে শাকিরির এ গোলটি। সেইন্ট এটিয়েনে প্রি-কোয়ার্টারের প্রথম ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে আকর্ষণীয় ও অবিশ্বাস্য এ গোলটি করেছেন শাকিরি। ৮২ মিনিট পর্যন্ত পোল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে ছিল সুইজারল্যান্ড। অধিনায়ক স্টিফেন লিচস্টেইনার বাঁপ্রান্ত থেকে উঁচু করে একটি ক্রস করেছিলেন। বক্সের কোণায় সেটা পেয়ে যান শাকিরি। পুরো শরীরকে শূন্যে ভাসিয়ে ব্যাকভলি করে তা জালে প্রবেশ করিয়ে দেন শাকিরি। হাল রবসন-কানু (ওয়েলস ৩-১ বেলজিয়াম) ॥ মাত্র একদিন আগেই ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের দল রিডিং থেকে ছাড়পত্র পেয়েছিলেন রবসন কানু।
×