ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মেহেরপুরে জেলা আইনজীবী ভবন থেকে বোমা উদ্ধার

প্রকাশিত: ০৪:৩১, ১২ জুলাই ২০১৬

মেহেরপুরে জেলা আইনজীবী ভবন থেকে বোমা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১১ জুলাই ॥ মেহেরপুর শহরের কোর্ট মোড়ে জেলা আইনজীবী ভবনের সিঁড়ির নিচ থেকে তিনটি শক্তিশালী হাতবোমা ও শতাধিক লিফলেট উদ্ধার হয়েছে। সোমবার সকালে বোমাগুলো উদ্ধার করে মেহেরপুর সদর থানার পুলিশ। উদ্ধারকৃত লিফলেটগুলো পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) বলে জানায় পুলিশ। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, সকালে কয়েকজন আইনজীবী অফিসে ঢুকতে গিয়ে ভবনের সিঁড়ির নিচে কয়েকটি বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাগুলো উদ্ধার করে। অগ্নিকা-ে ১৪ দোকান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১১ জুলাই ॥ সোনাপুর বাজারে এক অগ্নিকা-ে ১৪টি দোকান পুড়ে গেছে। রবিবার রাত সোয়া দুইটার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। জানা যায়, রাত সোয়া দুইটার দিকে হঠাৎ বাজারের ঢাকা স্টোর নামের একটি দোকানে আগুন জ্বলতে দেখা যায়। যা মুহূর্তের মধ্যেই আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি স্টেশনারি দোকান, চারটি কাপড়ের দোকান, একটি মুদি, একটি ক্রোকারিজ, একটি সেলুন ও দুইটি গুদাম সম্পূর্ণ পুড়ে যায়। চরফ্যাশন নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন থেকে জানান, ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা থানা সদরের জালাল মার্কেটের আট দোকান রবিবার রাত ৩টার সময় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ওই সময়ে দোকান ঘর থেকে বের হতে গিয়ে ফারুক নামের ব্যবসায়ী আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের বিমল হালদার জানান, লতিফের কসমেটিক্স দোকান থেকে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে নয় লাখ ত্রিশ হাজার টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। এ ছাড়া আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় বিশ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে। কুমিল্লায় অস্ত্রসহ সন্ত্রাসী আটক নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১১ জুলাই ॥ অস্ত্র ও গুলিসহ নাসির মজুমদার নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। সোমবার ভোর রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর ভুলুইন ইউনিয়নের উত্তর হাজতীয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের সাবেক মেম্বার হাবিবুর রহমান মজুমদারের ছেলে। জানা যায়, সোমবার ভোর ৪টার দিকে কুমিল্লার র‌্যাব-১১-এর একটি দল নাসির মজুমদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় র‌্যাব তার ঘরে তল্লাশি চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ১ রাউন্ড তাজা গুলি, ১টি ওয়ান শূটারগান, ২টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ছুরি, রাম দা ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ হাতেনাতে তাকে আটক করে। জঙ্গীবাদবিরোধী র‌্যালি নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১১ জুলাই ॥ দেশব্যাপী জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে নাটোরে ইসলামিক ফাউন্ডেশনের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের কাপুড়িয়াপট্টির ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে ফিরে যায়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মতিয়ার রহমানের সভপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন বিপ্লব। নারীদের প্রশিক্ষণ কর্মশালা নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১১ জুলাই ॥ পাহাড়ের নারীসমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে তিন মাসব্যাপী বুটিক ও বাটিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় রাঙ্গামাটি শহর সমাজসেবা বিভাগ এ প্রশিক্ষণের আয়োজন করে। রাঙ্গামাটি শহরের ২০ দরিদ্র ও অসহায় নারীকে এ প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। সোমবার সকালে শহরের গর্জনতলী এলাকার রাজীব ত্রিপুরা স্মৃতি মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন। এ সময় রাঙ্গামাটি শহর সমাজসেবা বিভাগের কর্মকর্তা আলপনা চাকমা, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা উপস্থিত ছিলেন।
×