ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২৭ জেলে পরিবারের ভিজিএফ চাল মেম্বারের পকেটে

প্রকাশিত: ০৪:২৮, ১২ জুলাই ২০১৬

২৭ জেলে পরিবারের ভিজিএফ চাল মেম্বারের পকেটে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১১ জুলাই ॥ পশ্চিম চাপলী ও চর গঙ্গামতি গ্রামের ২৭ জেলে পরিবারের জন্য সরকারের বরাদ্দ মে ও জুন মাসের বিশেষ ভিজিএফ চাল লোপাট হয়ে গেছে। প্রত্যেক পরিবারকে ৮০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও তারা এক ছটাক চালও পায়নি। জাটকা নিধন থেকে বিরত থাকাকালীন এসব তালিকাভুক্ত জেলে পরিবারকে সরকারীভাবে প্রতিমাসে ৪০ কেজি করে চাল দেয়ার কথা রয়েছে। অন্যান্য জেলে পরিবারের মতো এসব জেলেরা মার্চ ও এপ্রিল মাসের চাল পেয়েছেন। ঈদের আগে ধুলাসার ইউনিয়নের অন্য জেলেদের মে-জুন দুই মাসের চাল বিতরণ করা হয়েছে। কিন্তু ২৭ জেলে পরিবার তাদের চাল পায়নি। এ ঘটনায় তারা লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগে বলা হয়েছে, স্থানীয় মেম্বার আবুল হোসেন তাদের চাল বিতরণের স্লিপ অন্যদের ২০০-৩০০ টাকার বিনিময়ে বিতরণ করেছেন। এভাবে ২৭ জেলে পরিবারের জন্য ২১৬০ কেজি চাল অন্যত্র বিক্রি করা হয়েছে। অভিযুক্ত মেম্বার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপক কুমার রায় জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই ইউনিয়নের তদারকি কর্মকর্তা জনস্বাস্থ্য প্রকৌশলী সোহেল রানা জানান, বিষয়টি দেখা হচ্ছে। ইউনিয়ন পরিষদের সচিব জানান, মেম্বাররা তাদের যার যার এলাকার চাল বিতরণের আগেই বুঝে নিয়েছেন। শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ১১ জুলাই ॥ বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিবিচিনি স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সোমবার দুপুরে বিবিচিনি স্কুল এ্যান্ড কলেজ শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেনÑ বিবিচিনি ইউপি চেয়ারম্যান নবাব হোসেন নয়ন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ খালেক, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবদুস সালাম সিদ্দিকী, বিবিচিনি স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক জাকির হোসেন, অমল কৃষ্ণ দত্ত, আলম তাজ বেগম, করনি হাওলাদার প্রমুখ।
×