ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যত অন্ধকার!

প্রকাশিত: ০৬:২২, ২৫ জুন ২০১৬

চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যত অন্ধকার!

স্পোর্টস রিপোর্টার ॥ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নিয়ে আবার শঙ্কা তৈরি হয়েছে। ২০২১ সালে হওয়া টুর্নামেন্টের পর আর এ আসর আয়োজিত নাও হতে পারে। আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি। এমনও হতে পারে এরপর আর চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে না। এর পরিবর্তে আইসিসি নতুন একটি ওয়ানডে ক্রিকেট লীগ চালু করার চিন্তা-ভাবনা করছে। প্রস্তাবিত সেই আসরটি ১৩ দল নিয়ে ২০১৯ সাল থেকেই যাত্রা শুরুর কথা। আর নতুন এ চিন্তা-ভাবনার কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যত অন্ধকার হয়ে গেছে। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়। যদিও ১৯৯৮ সালে এটি নকআউট বিশ্বকাপ নামে যাত্রা শুরু করেছিল। ২০০০ সালে দ্বিতীয়বার একই নাম নিয়ে অনুষ্ঠিত হলেও ২০০২ সালের তৃতীয় আসর থেকে এটি চ্যাম্পিয়ন্স ট্রফি নামে যাত্রা শুরু করে। তারপর থেকে নিয়মিতই এটি অনুষ্ঠিত হয়ে আসছে। ২০০৬ সালের পর প্রথমবার দুই বছরের বেশি বিরতি দিয়ে (৩ বছর পর) দিয়ে ২০০৯ সালে একটি আসর হয়েছিল। তারপর থেকে ৪ বছর অন্তর এটি আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ২০১৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ আসরটির পর থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি আর আয়োজন না করার চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছিল আইসিসি। কিন্তু ব্যবসায়িক দিক থেকে ওই আসরটি ছিল দারুণ সফল। এ কারণে আর সে পথে এগোয়নি আইসিসি। আগামী বছর আবারও সেই ইংল্যান্ডেই অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসি বর্তমানে বিশ্ব ক্রিকেটকে ঢেলে সাজানোর নানাবিধ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এর মধ্যে আছে একটি ওয়ানডে লীগ আয়োজনের। সেখানে অংশ নেবে ১৩ দল। ২০১৯ থেকে সেই লীগ শুরু করার প্রস্তাবনা রয়েছে। ২০২২ সালে শীর্ষ দুটি দল খেলবে প্লে-অফ। তবে ওয়ানডে বিশ্বকাপের পাশাপাশি এমন একটি বড় ওয়ানডে আসর আয়োজন নিয়ে খোদ আইসিসিতেই আছে মতানৈক্য। কারণ বিশ্বকাপ এবং ওয়ানডে লীগ অনেক বেশিই প্রয়োজনের অতিরিক্ত হয়ে যায়। ২৪ মাসের মধ্যে বিশ্বকাপ, ওয়ানডে লীগ চ্যাম্পিয়ন ক্রিকেট ভক্ত-সমর্থকদের জন্যও নিরুৎসাহিত করতে পারে। ১৩ দল নিয়ে ওয়ানডে লীগ হলে সেটা অনেক সময়সাপেক্ষও হবে। সেদিক থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিটা দারুণ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। কারণ মাত্র ১৮ দিনেই ১৫ ম্যাচের টুর্নামেন্ট শেষ এবং সেখানে বিশ্বের সেরা ৮ দল অংশ নেয় নকআউট ভিত্তিতে। তাই আগ্রহের অন্ত থাকে না ক্রিকেট ভক্ত-সমর্থকদের মধ্যে। ভারতে ২০২১ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওয়ানডে লীগের প্রস্তাবনা আলোর মুখ দেখলে সেটাও আছে অনিশ্চয়তার মধ্যে। এর মধ্যে আবার সংক্ষিপ্ত ফরমেটের টি২০ বিশ্বকাপ ক্রিকেটও আছে। বর্তমান বিশ্বে টি২০ ক্রিকেটের প্রতিই বেশি অনুরক্ত ক্রিকেটামোদীরা। এসব কারণে ওয়ানডে লীগ চালুর সিদ্ধান্ত যদি চূড়ান্ত হয়েই যায় সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফি আর না চালানোরই চিন্তা আইসিসির।
×