ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিলেটে প্রতিহিংসায় এক পরিবার এলাকা ছাড়া

প্রকাশিত: ০৬:২০, ২৫ জুন ২০১৬

সিলেটে প্রতিহিংসায় এক পরিবার   এলাকা ছাড়া

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ হামলা-মামলায় বিপর্যস্ত কানাইঘাটের এক আওয়ামী লীগ পরিবার প্রাণনাশের ভয়ে এলাকা ছেড়ে অন্যত্র বসবাস করছেন। এলাকার মসজিদে জায়গা দেয়া, ছেলের ডিশ ব্যবসা ও নির্বাচনে অংশগ্রহণ করার কারণে একটি কূচক্রী মহলের প্রতিহিংসার শিকার হয়েছে আবদুুল রহিমের পরিবার। আব্দুর রহিম জানান, গ্রামের পাশের বাড়ির চাচাত ভাই নূরে আলম নুরুল, আবদুল জলিল, জালাল আহমদ, হাজী আসাদ, আবদুল হালিম, আবদুুল কুদ্দুস, পাশের বাড়ির ভাতিজা ফারুক আহমদ, খসরুজ্জামান, নজমুল ইসলাম ও আজমল হোসেন ও তাদের সহযোগীরা আমার পরিবারকে পথে বসিয়েছে। এবাদুর রহমান তালুকদার প্রগতিমনা মানুষ। সে দীর্ঘদিন ধরে স্থানীয় বুরহানউদ্দিন বাজারে ফাইভস্টার ক্যাবল নেটওয়ার্ক নামের একটি ডিশ ব্যবসা পরিচালনা করছে। ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আমার দ্বিতীয় ছেলে আজিজুর রহমান প্রার্থী হয়। একই সঙ্গে আমার চাচাত ভাই নূরে আলম নুরুলও প্রার্থী হয়। নির্বাচনের সময়ে নুরুল ও তার সহযোগীরা নানাভাবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চালায়। এ সময় ভয় ভীতি, হুমকি-ধমকিও দেয়া হয়। এসব বিষয় নির্বাচন কমিশনকে জানানোও হয়েছে। নির্বাচনে আমার ছেলে আজিজুর রহমান ও চাচাত ভাই নূরে আলম নুরুল পরাজিত হন। তিনি বলেন, বিষয়টি নিয়ে সালিশে গিয়ে ছেলে পক্ষে নুরুল ও তার সহযোগীদের কাছে ক্ষমা চাই। ক্ষমা চাওয়ার পরদিন নুরুল ও তার সহযোগীরা সালিশ আহ্বান করেন। ওই সালিশে তারা সিদ্ধান্ত নেয়Ñ আমার পরিবারকে ‘একঘরে’ করে রাখবে। এই সালিশের অমানবিক সিদ্ধান্তের বিষয়টি আমরা কানাইঘাট থানা পুলিশকে লিখিতভাবে অবহিত করলেও তারা ব্যবস্থা নেয়নি। এখন আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীন জীবনযাপন করছি। একটি কূচক্রী মহলের হামলা, লুটপাটের কারণে আজ আমি বাড়িঘর ছাড়া। আমার পরিবার পথে বসে গেছে। ওই কূচক্রী মহলের হামলায় আমার স্ত্রী হায়াতুন নেছা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।
×