ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কালিয়াকৈরে পুরোহিত হত্যার চেষ্টা

প্রকাশিত: ০৬:১৩, ২৪ জুন ২০১৬

কালিয়াকৈরে পুরোহিত হত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জেলার কালিয়াকৈরে মন্দিরের এক পুরোহিত প্রাণনাশের আশঙ্কায় বৃহস্পতিবার থানায় অভিযোগ দাখিল করেছেন। তার নাম স্বপন চক্রবর্তী (৩৬)। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুড়িপাড়া গ্রামের নারায়ণ চক্রবর্তীর পুত্র। স্বপন চক্রবর্তী কালিয়াকৈরের চাপাইর গ্রামের দয়ানন্দ মন্দিরের পুরোহিত। এলাকাবাসী জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী চাপাইর গ্রামের দয়ানন্দ মন্দিরে পুরোহিত হিসাবে নিয়োজিত রয়েছেন স্বপন চক্রবর্তী। বুধবার রাতে পূজা শেষে তিনি মন্দির থেকে হেঁটে পাশর্^বর্তী টাঙ্গাইলের কুড়িপাড়া গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে কালিয়াকৈরের বাগচাপাইর গ্রামের স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হযরত আলীর বাড়ির পশ্চিম পাশে পৌঁছলে এক যুবক তার গতিরোধ করে। যুবকটি বড় আলমগীর সংবাদ দিয়েছে বলে ওই পুরোহিতকে পাশর্^বর্তী পুকুরপাড়ের জঙ্গলে নেয়ার জন্য টানাহেঁচড়া করতে থাকে। এ সময় একটি মোটরসাইকেল ওই এলাকায় এসে পড়লে যুবকটি পুরোহিতকে ছেড়ে দেয়। এ সুযোগে পুরোহিত স্বপন চক্রবর্তী দৌড়ে পাশর্^বর্তী হযরত চেয়ারম্যানের বাড়িতে আশ্রয় নিয়ে ডাকচিৎকার দিতে থাকেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে ৪-৫ যুবক ওই জঙ্গল থেকে দৌড়ে পালিয়ে যায় বলে সাবেক চেয়ারম্যান মোঃ হযরত আলী জানিয়েছেন। এ ঘটনায় প্রাণনাশের আশঙ্কা করে বৃহস্পতিবার পুরোহিত স্বপন চক্রবর্তী কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। এ ব্যাপারে পুরোহিত স্বপন জানান, আমাকে পরিকল্পিতভাবে হত্যা করার জন্য সন্ত্রাসীরা ওই জঙ্গলে ওতপেতে ছিল। তবে ঘটনার সময় একটি মোটরসাইকেল সেখানে চলে আসায় আমি প্রাণে রক্ষা পাই। কালিয়াকৈর থানার এএসআই মোঃ শওকত আলী ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, পুরোহিতকে হত্যার জন্য নয়, টাকা ও মোবাইল ছিনতাইয়ের উদ্দেশ্যে মাদকসেবীরা ওই পুরোহিতের গতিরোধ করেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে এ ঘটনায় জড়িতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। কালিয়াকৈর থানার ওসি মোঃ আব্দুল মোতালেব মিয়া জানান, এ ব্যাপারে পুরোহিত স্বপন চক্রবর্তী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। তদন্তসাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেছে।
×