ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

লামায় সন্ত্রাসী হামলায় দুই পরিবার বাড়িছাড়া

প্রকাশিত: ০৪:১৩, ২৩ জুন ২০১৬

লামায় সন্ত্রাসী হামলায় দুই পরিবার বাড়িছাড়া

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়ার পার্শ্ববর্তী লামার ফাইতং পাহাড়ী গ্রামের দুটি পরিবার ৩৬ বছর ধরে পিতার রেখে যাওয়া ভিটায় বসবাস করলেও বর্তমানে কোথায় তাদের ঠাঁই হবে ভেবে পাচ্ছে না। রাতের আঁধারে অস্ত্রধারী ভাড়াটে দুর্বৃত্তরা তা-ব চালিয়ে দুটি বসতবাড়ি কুপিয়ে তছনছ ছাড়াও মারধর এবং ধারালো কিরিচের আঘাতে আহত মহিলাসহ তিনজন অর্থাভাবে চিকিৎসা সেবা নিতে পারছে না বলে জানা গেছে। টাকা ও ৪ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়াসহ বসতবাড়ির আসবাবপত্রসহ মালামাল ভাংচুর এবং কেটে সাবাড় করে দেয়া হয়েছে ৩০-৩৫টি গাছ। মঙ্গলবার রাতে রাঙ্গাঝিরি এলাকায় ঘটেছে এ হামলার ঘটনা। ক্ষতিগ্রস্ত মোহাম্মদ ইয়াছিন জানান, ১৯৭৯-৮০ সালে ফাইতং মৌজার ৫০ নম্বর জি হোল্ডিংয়ে এক একর জায়গা তার বাবা আমির হোসেন সিকদার বন্দোবস্ত মূলে মালিক হন। সেই থেকে ওই জায়গার কিছু অংশে গাছ লাগিয়ে বাগান সৃজন করেন, অপর অংশে দুটি বসতবাড়ি নির্মাণ করে তার পরিবার বসবাস করে আসছে। কয়েক বছর আগে চকরিয়া বিমানবন্দর পাড়া গ্রামের মাহাবুবুল আলম নামে একব্যক্তি তাদের জায়গার পাশে অন্যজনের কাছ থেকে কিছু জায়গা খরিদ করেন। খরিদকৃত জায়গার অজুহাতে তিনি ইয়াছিনের পরিবারের বেশ কিছু জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা চালাতে শুরু করে। ভাঙ্গায় টেম্পোস্ট্যান্ডের দখল নিয়ে সংঘর্ষে আহত ৩০ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২২ জুন ॥ ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের উচাবাজারে টেম্পোস্ট্যান্ডের দখল নিয়ে বুধবার সকালে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত হয়েছে ৩০ জন। এ সময় ১০-১২টি দোকান ভাংচুরের ঘটনা ঘটে। জানা যায়, উচাবাড়ি গ্রামে অবস্থিত বাজারটি পাশের নুরুল্লাগঞ্জ ইউনিয়নের সীমান্তে অবস্থিত। বাজারে অবস্থিত টেম্পোস্ট্যান্ডের কর্তৃত্ব নিয়ে গত কয়েক দিন ধরে উচাবাড়ি গ্রামের বাহার মাতুব্বরের সঙ্গে নুরুল্লাগঞ্জ ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলামের বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে বুধবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তুজারপুর ইউনিয়নের চেয়ারম্যান এমএ রশিদ বলেন, সংঘর্ষে দুই পক্ষের শত শত লোক ঢাল, সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে অংশগ্রহণ করে। এ সময় ১০-১২টি দোকান ভাংচুর, ৩-৪টি দোকান লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গুরুতর আহত তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামের রেজাউল মাতুব্বরকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।
×