ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রূপপুর পারমাণু বিদ্যুতকেন্দ্র নির্মাণে লাইসেন্স দেয়া হয়েছে

প্রকাশিত: ০৮:৫৯, ২২ জুন ২০১৬

রূপপুর পারমাণু বিদ্যুতকেন্দ্র নির্মাণে লাইসেন্স দেয়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পারমাণবিক বিদ্যুতকেন্দ্র নির্মাণে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে সাইটিং লাইসেন্স দেয়া হয়েছে। এর মাধ্যমে পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুতকেন্দ্র নির্মাণের অনুমতি দেয়া হলো। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ লাইসেন্স প্রদান করে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এ সময় বলেন, পারমাণবিক বিদ্যুতকেন্দ্রের প্রধান ইস্যু নিরাপত্তায় কোন ছাড় দেবে না বাংলাদেশ। রাশিয়া কথা দিয়েছে তারা ২০২১ সালের মধ্যে কেন্দ্রের প্রথম ইউনিটটি চালু করবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশ বিদ্যুত উৎপাদনের নব যুগে প্রবেশ করবে। অনুষ্ঠানে জানানো হয়, বিভিন্ন জরিপ নিরীক্ষা চালিয়ে প্রকল্পের স্থান হিসেবে রূপপুরের উপযুক্ততা প্রমাণিত হয়েছে। রাশিয়ার সহায়তায় দুই হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার এ পারমাণবিক বিদ্যুতকেন্দ্র নির্মাণ করছে বাংলাদেশ। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। টাকার অঙ্কে এটিই দেশের এযাবতকালের সব থেকে বড় প্রকল্প। পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. নাঈম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব সিরাজুল হক খানসহ অনেকে।
×