ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

এরাঙ্গার পাশেই আছেন ম্যাথুস

প্রকাশিত: ০৬:৫২, ২২ জুন ২০১৬

এরাঙ্গার পাশেই আছেন ম্যাথুস

স্পোর্টস রিপোর্টার ॥ অসুস্থ শামিন্দা এরাঙ্গার পাশেই আছেন অধিনায়ক এ্যাঞ্জেলা ম্যাথুস। হার্টের সমস্যা ও বোলিং এ্যাকশনÑ একসঙ্গে দুটি বিপদে লঙ্কান পেসার। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন এরাঙ্গা। অধিনায়ক ম্যাথুস বলেন, ‘হঠাৎ করেই ইরাঙ্গা আমাকে ডেকে বলে কিছু একটা সমস্যা হচ্ছে। তুমি কি আমার বুকে একটু হাত দিয়ে দেখবে, কারণ এটা খুব দ্রুত ওঠানামা করছে। আমি কিছুটা অস্বস্তিকর বিষয় লক্ষ্য করি ও সঙ্গে সঙ্গে ফিজিওকে ডেকে আনি। এটা অত্যন্ত দুঃখজনক।’ এরাঙ্গাকে তাৎক্ষণিকভাবে ডাবলিনে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসার পরে দেশে ফেরার অনুমতি পেয়েছেন। এদিকে অসুস্থতার পাশাপাশি অবৈধ বোলিং এ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপাতত নিষিদ্ধ করা হয়েছে এরাঙ্গাকে। ম্যাথুস বলেন, ‘ওই ৪৮ ঘণ্টা তার জন্য বেশ কঠিন ছিল। তবে পুরো দল তার সঙ্গে আছে এবং তার আমাদের পূর্ণ সমর্থন প্রতি আছে। আশা করছি সে দ্রুতই সব সমস্যা পেছনে ফেলে পুনরায় মাঠে ফিরতে পারবে। এ বিষয়ে আমার দারুণ আত্মবিশ্বাসী। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তার বোলিং এ্যাকশন নিয়ে সন্দেহ ওঠে। আসিফের ফেরার সংগ্রাম স্পোর্টস রিপোর্টার ॥ মোহাম্মদ আমিরের পর এবার ফেরার সংগ্রামে আলোচিত পাকিস্তানী ক্রিকেটার মোহাম্মদ আসিফ। এ লক্ষ্যে ঘরোয়া ক্রিকেট সূচী সামনে রেখে নরওয়ের ওসলোতে ক্রিস্টিনা ক্রিকেট ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের দায়ে আমির ও অধিনায়ক সালমান বাটের সঙ্গে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে পুনরায় মাঠে ফিরেছেন আসিফ। গত বছর তাদের শাস্তির মেয়াদ শেষ হয়। আমির এরই মধ্যে জাতীয় দলে ফিরেছেন, এবার আশায় আসিফ, ‘গত পাঁচ বছর আমার এবং আমার পরিবারের জন্য সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল। কিন্তু সবকিছু শেষ করে পুনরায় মাঠে ফিরতে পেরে আমি দারুণ খুশি। আমি অনুশীলনের মধ্যেই ছিলাম। কথা নয়, বোলিং দিয়েই নির্বাচকদের মন জয় করতে চাই। আমি আবারও পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলতে চাই। আসিফ আরও যোগ করেন, ‘এ বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরেই দলে ফিরতে চাই।
×