ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ ॥ ট্রেনের টিকেট আজ থেকে

প্রকাশিত: ০৫:৫৮, ২২ জুন ২০১৬

বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ ॥ ট্রেনের টিকেট আজ থেকে

স্টাফ রিপোর্টার ॥ ঈদ-উল-ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকেট বিক্রির দ্বিতীয় দিনেও বাড়তি ভাড়া ও টিকেট না পাওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। অনেকে টিকেট না পেয়ে খালি হাতে বাড়ি ফিরেছেন। বেলা ১২টার মধ্যে বেশকিছু কাউন্টার থেকে টিকেট না থাকার কথা জানিয়ে দেয়া হয়। এতে ক্ষব্ধ হন অনেকে। আবার সোনার হরিণ টিকেট হাতে পেয়ে অনেকেই স্বস্তির হাসি হেসেছেন। ঈদযাত্রা নিশ্চিত হওয়ায় আনন্দের শেষ ছিল না টিকেট প্রাপ্তদের চোখে মুখে। এদিকে আজ সকাল থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হচ্ছে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা চলবে টিকেট বিক্রি। ট্রেনের টিকেট কালোবাজারি ঠেকাতে নেয়া হয়েছে নানামুখী পদক্ষেপ। রাজধানীর গাবতলী থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের যাত্রীদের দ্বিতীয় দিনের মতো বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয় মঙ্গলবার সকাল থেকেই। শুরু থেকেই টিকেটের চাহিদা ছিল প্রচুর। কিন্তু যোগান কম। যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, কারও কাছ থেকেই বাড়তি ভাড়া নেয়া হয়নি। সরকার নির্ধারিত ভাড়াই তারা আদায় করেছেন। তবে টিকেটের চাহিদা বেশি। যোগান কম। তাই অনেকে না পেয়ে বাড়ি ফিরেছেন। সোমবার থেকে টিকেট বিক্রি শুরু হয়। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৩০ জুন, ৪ ও ৫ জুলাইয়ের টিকেটের চাহিদা সবচেয়ে বেশি। তবে এক ও দুই জুলাইয়ের টিকেটও অনেক কোম্পানির উদ্বৃত্ত নেই। দ্বিতীয় দিনে কিছু জেলায় ৪ ও ৫ জুলাইয়ের টিকেট দেয়া হলেও বেশিরভাগ জেলার টিকেট নেই বলে জানিয়ে দেয়া হয়। কল্যাণপুর হানিফ কাউন্টারে রংপুরের টিকেট নিতে আসা যাত্রী কামাল হোসেন জানান, টিকেট কতগুলো দেয়া হবে এর কোন হিসাব নেই। তাই বিক্রি শুরুর কিছুক্ষণ পরই কাউন্টার থেকে টিকেট না থাকার কথা বলা হচ্ছে। তিনি জানান, ভোর পাঁচটায় লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। সকাল ১০টার দিকে টিকেট পান। কিন্তু তাঁর পেছনের অনেকেই টিকেট পাননি। নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ৪ ও ৫ জুলাইয়ের অধিকাংশ কোম্পানির কোন টিকেট নেই। ৩০ জুন, ১ ও ২ জুলাইয়ের কিছু টিকেট দেয়া হলেও নেয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। হানিফ কাউন্টারে উজ্জ¦ল নামে এক যাত্রী বলেন, ৩০ জুন বা ৪ জুলাইয়ের টিকেটের জন্য ভোরে লাইনে দাঁড়িয়েছি। এখন বলে টিকেট নেই। তিনি বলেন, ১ জুলাইয়ের রাতের চাঁপাইনবাবগঞ্জের একটি টিকেট পেয়েছি। তাও আবার স্বাভাবিক সময়ের চেয়ে দেড় শ’ টাকা অতিরিক্ত দিতে হয়েছে। মিরপুরের একটি কলেজের শিক্ষক হাসান আরিফ অভিযোগ করে বলেন, স্ত্রীকে নিয়ে নাটোর যাব। ১ জুলাইয়ের টিকেট চেয়েছি, নেই। বাধ্য হয়ে ২ জুলাইয়ের নিয়েছি। তিনি বলেন, যাব নাটোর। অতিরিক্ত দেড় শ’ টাকাসহ দু’জনের ভাড়া রেখে চাঁপাইনবাবগঞ্জের টিকেট দেয়া হয়েছে। তাও আবার একেবারেই পেছনের সিট। প্রতিবছরের অভিজ্ঞতায় বলছি, ঠিকই চাহিদা মতো টিকেট আছে। ঈদের ৪ থেকে ৫ দিন আগে বিক্রি করবে। অভিযোগ কাকে দেব, প্রশাসন, মন্ত্রীর কোন লোক আছে? কাউন্টার মাস্টার মিন্টু জানান, ৩০ জুন ও ৪ জুলাইয়ের রাতের টিকেটের চাহিদা বেশি। ৪ ও ৫ জুলাইয়ের কোন টিকেট নেই। অতিরিক্ত ভাড়া নেয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি। চাহিদার তুলনায় টিকেট কম কেন এমন প্রশ্নে মিন্টু জানান, আসাদগেট, বিজয়নগর কাউন্টার ও অনলাইনে কিছু টিকিট বিক্রি করা হচ্ছে। রংপুরের টিকেট নিতে এসে রতœা নামে একজন যাত্রী জানান, ৩০ জুনের সামনের টিকেট চাইলেও পেয়েছি পেছনের। সাড়ে ৫শ’ টাকার ভাড়ার ৭৪০ টাকা রেখেছে। নওগাঁ, কুড়িগ্রাম ও রংপুর কাউন্টারের কাউন্টার মাস্টার লিটন বলেন, ৪ জুলাইয়ের রাতে ও ৫ জুলাইয়ের সকালের টিকিটের চাহিদা বেশি। তবে টিকেট কম। তিনি বলেন, অতিরিক্ত নয়, বিআরটিএ নির্ধারিত ভাড়া নেয়া হচ্ছে। টিকেট থাকা পর্যন্ত যাত্রীদের দেয়া হবে। প্রশাসনের লোকজন ভাড়া তদারকি করছেন। সরেজমিনে দেখা যায়, গাবতলীর বালুর মাঠ হানিফের কয়েকটি কাউন্টার ছাড়াও টিআর, নাবিল ও ডিপজল পরিবহনের কিছু কাউন্টার থেকে স্বল্পসংখ্যক টিকেট দেয়া হচ্ছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রমেশ চন্দ্র ঘোষ বলেন, আজ সকাল থেকে বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। এক্ষেত্রে সরকার নির্ধারিত যে ভাড়া আছে, তা-ই নেয়া হবে। এর চেয়ে বেশি ভাড়া আদায় করা হবে না। যদি কেউ বেশি ভাড়া নেয়, তাহলে সমিতির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, ঈদযাত্রায় ৩০ জুন ও আগামী ৪ জুলাইয়ের টিকেটের চাহিদা থাকছে সবচেয়ে বেশি। এবারের ঈদে সরকারী চাকরিজীবীদের অনেকেই ৬ জুলাইকে সম্ভাব্য ঈদের দিন ধরে ৩০ জুন শেষ কার্যদিবস হিসেবে বাড়ি যাওয়ার টিকেট চাইছেন। উত্তরাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৬০টির বেশি রুটে ঈদের অগ্রিম টিকেট সংগ্রহ করছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। আগামী ২৩ জুন পর্যন্ত বাসের টিকেট বিক্রি করার কথা জানান তিনি। এরপর টিকেট থাকা সাপেক্ষে যাত্রীরা সংগ্রহ করতে পারবেন। ঝামেলা এড়াতে এলো ‘সহজ ডট কম’ ॥ বাসের অগ্রিম টিকেট কাটতে পারেন অনলাইন প্রতিষ্ঠান সহজ ডট কমের মাধ্যমে। এতে সময়ও বাঁচবে। মুক্তি মিলবে ঝক্কি ঝামেলা থেকে। সংশ্লিষ্টরা বলছেন বাসায় বসেই বাসের টিকেট কাটা যাবে। এখন দেশের ৩৪টি বাস ও লঞ্চের টিকেট পাওয়া যাবে সহজে। সহজ ডট কমের আওতায় আছে ২৯টি বাস অপারেটর। লঞ্চ পাঁচটি। সহজ কোম্পানির সিইও মালিহা এম কাদির বলেন, ঈদের ছুটিতে যাত্রীদের মধ্যে যারা টিকেটের অভাবে গ্রামের বাড়ি যেতে পারেন না বা শেষ মুহূর্তের একটি আশা খোঁজে তাদের জীবন আরও সহজ করতেই সহজ ডটকমের জন্ম। গত দুই বছর ধরে আমরা চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের কাছে আসা সকল যাত্রীবাড়ী ফিরতে পারেন। অনলাইনে (ঝযড়যড়ু.পড়স) প্রবেশ করলেই টিকেট কাটার বিস্তারীত জানা যাবে। সকাল থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হচ্ছে ॥ রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনের অগ্রিম টিকেট দেয়া হবে আজ সকাল ৮টা থেকে। ফিরতি যাত্রার টিকেট বিক্রি হবে ৪ থেকে ৮ জুলাই পর্যন্ত। আজ ২২ জুন বিক্রি হবে ১ জুলাই যাত্রার টিকেট। ২ জুলাই যাত্রার টিকেট বিক্রি হবে ২৩ জুন। একইভাবে ৩, ৪ ও ৫ জুলাইয়ের ট্রেনের টিকেট বিক্রি হবে যথাক্রমে ২৪, ২৫ ও ২৬ জুনের। এবার ঢাকার কমলাপুর থেকে দৈনিক প্রায় ৪৩ হাজার অগ্রিম টিকেট বিক্রির পরিকল্পনা রয়েছে। এর ২৫ শতাংশ অনলাইনে বিক্রি হবে। অনলাইনের নিশ্চিত করা টিকেটও সংগ্রহ করতে হবে কমলাপুর থেকে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য (ভিআইপি) ও রেলওয়ে কর্মীদের জন্য ৫ শতাংশ করে কোটা সংরক্ষণ করা হবে। কমলাপুর ছাড়াও চট্টগ্রাম ও সিলেটে ঈদের অগ্রিম টিকেট বিক্রি হবে। আর ফিরতি টিকেট বিক্রি হবে চট্টগ্রাম, রাজশাহী, লালমনিরহাট, খুলনা, রংপুর, দিনাজপুরসহ বিভিন্ন স্টেশনে। ঢাকা নদী বন্দরের বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক গুলজার আলী সোমবার জনকণ্ঠকে বলেন, ১৫ রোজা থেকে লঞ্চের অগ্রিম টিকেট বিক্রির কথা থাকলেও এ নিয়ে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। তিনি জানান, এ ব্যাপারে ২৬ রোজায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বৈঠক ডাকা হয়েছে। এ বৈঠকে অগ্রিম টিকেট বিক্রির সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। লঞ্চ মালিক সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন, ২০ রোজা থেকে লঞ্চের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। এদিকে রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ২৬ জুন থেকে।
×