ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভিজিএফ চাল জব্দ ॥ দোকান সিল

প্রকাশিত: ০৪:১৫, ২২ জুন ২০১৬

ভিজিএফ চাল জব্দ ॥ দোকান সিল

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২১ জুন ॥ গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের এক হাজার ৩শ’ গরিব মৎস্যজীবীর মধ্যে সরকারী বরাদ্দ ভিজিএফের চাল বণ্টনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ করেছেন স্থানীয়রা। চাল মাপে কম দেয়া, প্রকৃত জেলেদের ভিজিএফ কার্ড না দেয়া, নিয়মিত চালের কিস্তি বিতরণ না করে তা পাচার করাসহ নানা অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় কোদালপুর ইউনিয়ন পরিষদ থেকে জেলেদের ভিজিএফের চাল পাচারের সময় ৩০ বস্তা (১৫শ’ কেজি) চাল হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। চাল পাচারের সংবাদ পেয়ে গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার সগীর হোসেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা নাইমা খানম, তথ্য কর্মকর্তা এনামুল হককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় কোদালপুর বাজারের ব্যবসায়ী সিরাজ সরদারের দোকানে অভিযান চালিয়ে সরকারী খাদ্য অধিদফতরের সিলযুক্ত ২৫ বস্তা চাল ও আসাদ বেপারীর দোকানে ৫ বস্তা চাল মজুদ দেখতে পান তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সগীর হোসেনের নির্দেশে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সামাদ ও উপজেলা তথ্য কর্মকর্তা এনামুল হক বাজারের ব্যবসায়ী সিরাজ সরদার ও আসাদ বেপারীর দোকান ঘর ভেতরে চাল থাকা অবস্থায় সোমবার রাতে সিলগালা করে দিয়েছেন। এ ব্যাপারে চাল বিতরণের ট্যাগ অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাইমা খানম বাদী হয়ে গোসাইরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন। ১৬ মৎস্যজীবী কারাগারে স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সুন্দরবনে অবৈধ প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ৫টি নৌকাসহ ১৬ মৎস্যজীবীকে আটক করেছে বন বিভাগের স্মার্ট প্যাট্রোলিং টিম। শরণখোলা রেঞ্জের দুবলা এলাকা থেকে আটক করে মঙ্গলবার তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন : মংলার বেল্লাল সেখ, মোহর আলী সেখ, কালাম গাজী, জুলফিকার গাজী, কচুয়ার মারুফ মল্লিক, সোহেল হাওলাদার, সালাম বাবলা, সজীব বাবলা, রামপালের তরিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, নুরুল সেখ, ইসমাইল সেখ, রুহুল আমিন সেখ, আবু সাইদ, মুকুল সরদার, ওবায়দুল্লাহ সেখ। এদের বাড়ি বাগেরহাটের রামপাল, মংলা ও কচুয়া উপজেলার বিভিন্ন গ্রামে।
×