ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

শ্বাসনালীর প্রদাহ প্রতিরোধে টিপস

প্রকাশিত: ০৬:৪২, ২১ জুন ২০১৬

শ্বাসনালীর প্রদাহ প্রতিরোধে টিপস

অনেক শ্বাসনালীর প্রদাহ মানুষ থেকে মানুষে ছড়িয়ে থাকে। শ্বাসনালীর প্রদাহ প্রতিরোধে কয়েকটি উল্লেখযোগ্য টিপস- * আপনার মুখ ও নাকের উপর টিস্যু মাস্ক ব্যবহার করুন হাঁচি-কাশির সময়। * যখন টিস্যু নেই আপনার কাছে, তখন জামার হাতায় হাঁচি-কাশি করুন, হাতের মুঠোতে না করলেন। * আপনার হাত সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন অথবা আপনার হাত অ্যালকোহল বেসড্্ হ্যান্ডওয়াস দিয়ে জীবাণু মুক্ত করুন। * শ্বাসনালীর প্রদাহ ভুগছে এমন ব্যক্তি ঘরে আবদ্ধ থাকাই ভাল।
×