ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানবপাচারকারীর খপ্পরে জীবন গেল রাজ্জাকের

প্রকাশিত: ০৪:১৮, ১৯ জুন ২০১৬

মানবপাচারকারীর খপ্পরে  জীবন গেল রাজ্জাকের

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মানবপাচারকারীর খপ্পরে পড়ে মালয়েশিয়ায় নির্যাতিত যশোরের যুবক আব্দুর রাজ্জাক অবশেষে মারা গেছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। যশোর শহরের কুইন্স হাসপাতাল থেকে নিয়ে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছিল। জানা গেছে, আব্দুর রাজ্জাক (১৮) চৌগাছা উপজেলার দশপাকিয়া গ্রামের জাকির হোসেন গাজীর ছেলে। তিন বছর আগে রাজ্জাককে সমুদ্রপথে মালয়েশিয়ায় নিয়ে যায় পাচারকারী চক্র। বিষয়টি তার বাবা-মা জানতেন না। তাকে মালয়েশিয়ার বাদ্দা শহরে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। পাচারকরীরা আব্দুর রাজাকের বাবার কাছ থেকে প্রায় সাত লাখ টাকার মুক্তিপণ আদায় করে। এরপর ওই দুর্বৃত্তদের মুক্তিপণ দিয়ে তাদের খপ্পর থেকে প্রাণে রক্ষা পায়। গুরুতর অসুস্থ অবস্থায় দেশে ফেরে গত ৮ জুন। এরপর তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হয়। ১৫ জুন যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে বেসরকারী হাসপাতাল কুইন্সে ভর্তি করা হয়েছিল। সৌদিতে নিহত নজরুল ॥ লাশ আনার দাবি নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৮ জুন ॥ সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা-সাধুপাড়া গ্রামের নজরুল ইসলাম (৪৫)। বৃহস্পতিবার সৌদি সময় রাত ১টার দিকে মক্কা থেকে মাইক্রোবাসে করে নিজ কর্মস্থল আবা শহরে যাওয়ার পথে মাইক্রোবাসের সামনের একটি চাকা ফেটে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নজরুল ইসলামের সহযোগী আরও দুই বাংলাদেশী নিহত হন। এরা হলেন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের বীর মাইজদিয়া গ্রামের সজিব মিয়া ও মোঃ শাহজাহান। তবে শাহজাহান সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। নিহত নজরুল ইসলাম ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা-সাধুপাড়া গ্রামের সোহরাব মোল্লার ছেলে। সে বিবাহিত ও দুই মেয়ের বাবা। ১৪ বছর পর দ-িত আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৮ জুন ॥ শনিবার সকালে মাগুরায় পুলিশ নজরুল ইসলাম নামে ৯ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করেছে। সে দীর্ঘ ১৪ বছর পলাতক ছিল। শ্রীপুর থানার পুলিশ শ্রীপুর উপজেলার বিল নাথুর গ্রাম থেকে তাকে আটক করে। সে ওই গ্রামের বদিয়ার রহমানের ছেলে। সে গোপনে বাড়িতে লুকিয়ে ছিল। শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম জানান, ১৯৯৮ সালে অস্ত্র মামলায় নজরুলের ৯ বছর ৬ মাসের কারাদ- হয়। জামিন পেয়ে সে দীর্ঘ ১৪ বছর ধরে পালিয়ে ছিল। রায়পুরে যুবকের লাশ উদ্ধার সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ১৮ জুন ॥ রায়পুরে ৩৮ বছরের অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বামনী ইউনিয়নের সাগরদী গ্রামের মাঝি বাড়ির খাল থেকে উদ্ধার করা হয়। এলাকাবাসী জানান, গত কয়েকদিন ধরে অপরিচিত এক যুবক সাগরদী মাঝি বাড়ি এলাকায় ঘরে বেড়াত এবং এলোমেলো কথা বলত। শনিবার দুপুরে স্থানীয় কয়েকজন মাঝি বাড়ির বিলে ঘাস কাটতে গেলে ওই যুবক মৃত দেহ খালে ভাসতে দেখে রায়পুর থানা পুলিশকে খবর দেয়। সাত জেলে আটক স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সুন্দরবনে মাছ শিকারের অভিযোগে কারেন্ট জালসহ আটক সাত জেলেকে আটক করেছে স্মার্ট প্রেট্রোলিং টিমের সদস্যরা। শনিবার ভোররাতে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি ফরেস্ট অফিসের বলেশ্বর নদীর দক্ষিণ পাড় থেকে একটি ফিশিং ট্রলার ও নৌকা তাদের আটক করা হয়। শনিবার বিকেলে আদালতের নির্দেশে আটককৃতদের কারাগারে পাঠানো হয়েছে। আটক জেলরা হলেন- মিজান খা, রুবেল খা, শাহদাৎ, মিজান হাওলাদার, আবুল হাসেম, রুবেল হোসেন ও রহিম বাদশা। সংখ্যালঘু পরিবারের ওপর হামলা স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোল্লাহাটে সংখ্যালঘু সম্প্রদায়ের এক পরিবারের ওপর বেপরোয়া হামলা, ভাংচুর ও মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। হামলাকারীরা নারীসহ পরিবারের সদস্যদের ওপর বর্বর নির্যাতন করেছে। শুক্রবার রাতে মোল্লারকুল গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মোল্লাহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, মোল্লারকুল গ্রামের সোহেল মোল্লার নেতৃত্বে বিভিন্ন বয়সী ১৪-১৫ জন সন্ত্রাসী পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের উপেন্দ্র নাথ মিত্রের বাড়িতে রাত সাড়ে ৯টার দিকে হামলা করে। তারা ওই পরিবারের এক মহিলাসহ ৪ জনকে এলোপাতাড়ি মারপিট করে গলায় গামছা পেঁচিয়ে পাশের রাস্তার ওপর নিয়ে বেপরোয়া নির্যাতন চালায়। হামলাকারীরা স্বর্ণের গহনা ও নগদ টাকা লুটে নেয় এবং ভাংচুর করে ব্যাপক ক্ষতি করে। আক্রান্তদের ডাকচিৎকারে একপর্যায়ে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে। যানজট নিরসনে রাস্তায় শামীম ওসমান নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৮ জুন ॥ শহরের যানজট নিরসনে আবারও রাস্তায় নামলেন স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান। শনিবার বেলা ৩টায় শহরের চাষাঢ়া এলাকায় যানজট নিরসনে ট্রাফিক পয়েন্টে দাঁড়িয়ে নিজেই রাস্তার পার্কিং করা গাড়ি সরিয়ে দেয়া থেকে শুরু করে যানবাহন চলাচলে চালকদের দিকনির্দেশনা প্রদান করেন। চাষাঢ়া জিয়া হলের সামনে কিছুক্ষণ অবস্থান করার পর সান্ত¡না মার্কেট সংলগ্ন আনন্দ পরিবহনের বাস কাউন্টারের সামনে গিয়ে একটির বেশি বাস পার্কিং না করার অনুরোধ করেন। যদিও সকাল থেকে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামের নেতৃত্বে জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ যানজট নিরসনে নগরীর ৫টি পয়েন্টে দায়িত্ব পালন করেন। শহরের ১নং রেলগেট, ২নং রেলগেট, উকিলপাড়া মোড়, চাষাঢ়া গোল চত্বর ও মহিলা কলেজের সামনে ট্রাফিকের দায়িত্ব পালন করে ছাত্রলীগ নেতৃবৃন্দ। এর আগে গত ১২ জানুয়ারি শামীম ওসমান ও তার লোকজন শহরের যানজট নিরসনে কাজ করেছিলেন। মুক্তিযোদ্ধা হত্যা মামলায় আসামি ৫ সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ১৮ জুন ॥ বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কেয়াগ্রামে মুক্তিযোদ্ধা রাজা মৃধা (৬৬) হত্যার ঘটনায় শনিবার তার ছোট ভাই আবুল বাশার মৃধা বাদী হয়ে থানায় মামলা দিয়েছেন। ঘটনার দিন রাতে আটক রেবেকা বেগমকে (৫৪) প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত তিন চারজনের নামে মামলা দায়ে করা হয়। জমিজমার বিরোধ সংক্রান্তে প্রতিবেশী সিরাজুল ইসলামের স্ত্রী রেবেকা বেগম শুক্রবার সন্ধ্যায় বিরোধপূর্ণ জমিতে কাঁঠাল কাটতে গেলে রাজা মৃধা বাধা দেয়। এতে উভয়ের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে তাকে কুপিয়ে হত্যা করে। গাছ থেকে পড়ে ভ্যানচালক নিহত স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জলঢাকা উপজেলায় জাম পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙ্গে মাটিতে পড়ে নিহত হয়েছে আলমগীর হোসেন (৩৫) নামের দুই সন্তানের জনক এক ভ্যানচালক। শনিবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঢোলডুগিপাড়া গ্রামে। নিহত আলমগীর ওই গ্রামের মৃত বদ্দি মাহমুদের ছেলে। ১৫ লাখ টাকা মূল্যের পলিথিন জব্দ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রংপুরের মিঠাপুকুর উপজেলায় ১৫ লাখ টাকা মূল্যের ছয় হাজার এক শ’ ৬৪ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। পরে আটক চার পলিথিন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন-অর-রশীদের ভ্রাম্যমাণ আদালত তাদের এক লাখ টাকা জরিমানা করে। জরিমানার মধ্যে পলিথিন ব্যবসায়ী আব্দুল কাদেরকে ৩০ হাজার, মুরাদ হোসেনকে ২০ হাজার, মোতালেব হোসেনকে ২৫ হাজার ও সেকেন্দার হোসেন বুলুকে ২৫ হাজার টাকা। ফলে তারা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ ভ্রাম্যমাণ আদালতে জমা করেন। শনিবার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী বন্দর থেকে এসব পলিথিন উদ্ধার করে (র‌্যাব) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। পৌর পার্ক সংস্কার উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৮ জুন ॥ শনিবার পৌর পার্কের উন্নয়ন ও সংস্কার কাজের উদ্বোধন করেন গাইবান্ধা পৌর মেয়র এ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র জিএম চৌধুরী মিঠু, তানজিমুল ইসলাম পিটার, কাউন্সিলর কামাল আহমেদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব, সাঈদ হাসান জসিম, পৌর ইঞ্জিনিয়ার রেজাউল করিম ও শহিদুল ইসলাম। পাঁচ মাদক বিক্রেতা আটক স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ শুক্রবার রাতভর শহরের মাদকপল্লী মাহমুদপুর ও রেলওয়ে কলোনি মহল্লায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ৪ নারীসহ শীর্ষ ৫ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, প্যাথিডিন ও হেরোইন উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, রেলওয়ে কলোনি মহল্লার রোকসানা, নারগিস, মাহমুদপুর মহল্লার চায়না, লিপি ও নুর হাই। আত্মহত্যা স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ এসএসসিতে রেজাল্ট খারাপ, তাই ভাল কোন কলেজে ভর্তির সুযোগ না পেয়ে জেলার কামারখন্দ উপজেলার বড় কুড়া গ্রামের এনামুল হক আকন্দ (১৬) শুক্রবার রাতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
×