ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হিন্দু মহাজোটের দাবি

এ অবস্থা চললে দেশ হিন্দু শূন্য হয়ে যাবে

প্রকাশিত: ০৮:০৯, ১৮ জুন ২০১৬

এ অবস্থা চললে দেশ হিন্দু শূন্য হয়ে যাবে

স্টাফ রিপোর্টার ॥ দেশের সকল সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ এ দাবি জানান। নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, ১৯৭১ সালের পর নির্যাতন নিপীড়নে শতভাগ হিন্দু থেকে আজ ৮ দশমিক ৫ ভাগে এসে পৌঁছেছে। প্রতিদিনই বাংলাদেশের কোন না কোন স্থানে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর জমি-জমা দখল, ভয়ভীতি প্রদর্শন করে দেশত্যাগে বাধ্য করা হচ্ছে। এছাড়াও হত্যা, হত্যাচেষ্টা, ধর্মান্তরকরণ, মঠ-মন্দির-প্রতিমা ভাংচুর ও কিশোরী অপহরণ চলছে। আতঙ্কে দেশের বিভিন্ন জেলায় পুরোহিতরা পুজা-পার্বণ বন্ধ করছে। এ অবস্থায় হিন্দু সমাজ নিরাপত্তা বোধ করছে না। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হিন্দু মহাজোটের মহাসচিব এ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে অত্যাচার এমন পর্যায়ে পৌঁছেছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে দেশ ত্যাগের কথা ভাবছেন। এ অবস্থা বজায় থাকলে অল্প দিনের মধ্যেই এদেশ হিন্দুশূন্য হয়ে যাবে। তিনি বলেন, খুনী চক্রেরও মূলোৎপাটন হচ্ছে না। দেশে সাঁড়াশি অভিযান চলা অবস্থায় একের পর এক খুন হচ্ছে। তিনি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়য়ের অস্তিত্ব¡ রক্ষায় এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তাদের মনোবল ফিরিয়ে আনা জরুরী বলে অভিমত দেন। নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, আমরা বিশ্বাস করি সরকার আন্তরিকভাবে উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠীর বিরুদ্ধে। কিন্তু একের পর এক হামলার ঘটনায় বিশ্বাস ভঙ্গ হচ্ছে। সর্বোপরি অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে। এমন বাস্তবতায় অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে সরকারের কাছে জোর দাবি জানানো হয়।
×