ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরিবারের অমতে বিয়ে পাকিস্তানে গর্ভবতী নারীকে জবাই করে হত্যা

প্রকাশিত: ০৫:৪২, ১৮ জুন ২০১৬

পরিবারের অমতে বিয়ে  পাকিস্তানে গর্ভবতী  নারীকে জবাই  করে হত্যা

পাকিস্তানের পূর্বাঞ্চলে এক গর্ভবতী নারী অনার কিলিংয়ের (পরিবারের সম্মান রক্ষার্থে হত্যা) শিকার হয়েছেন। পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করার অভিযোগে আত্মীয়-স্বজনরা তাকে গলা কেটে হত্যা করেছে। পুলিশের তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আরশাদ বলেন, মুকাদ্দাস বিবি (২২) তিন বছর আগে পরিবারের অমতে তৌফিক আহমদকে বিয়ে করেন। মুকাদ্দাসের আত্মীয়-স্বজনরা পরিবারের অমতে ভালবেসে বিয়ে করাকে লজ্জাজনক মনে করে। বিয়ের পর পরিবারের সঙ্গে মুকাদ্দাসের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তিনি বলেন, মুকাদ্দাস দ্বিতীয় সন্তানসম্ভবা ছিলেন। এ কারণে তিনি বৃহস্পতিবার একটি ক্লিনিকে ডাক্তারী পরীক্ষার জন্য আসেন। তার মা ও ভাইও ওই ক্লিনিকে যান এবং মুকাদ্দাসকে তারা মেনে নেবেন বলে জানান। এরপর তারা তাকে বাবার বাড়ি যাওয়ার জন্য রাজি করান। স্থানীয় থানার প্রধান গোহার আব্বাস বলেন, মুকাদ্দাস বাবা-মার বাড়িতে আসার পরপরই তার বাবা, মা ও ভাই ছুরি দিয়ে তার গলা কেটে দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি বলেন, মুকাদ্দাসের ১০ মাসের একটা কন্যাসন্তান রয়েছে এবং তিনি সাত মাসের গর্ভবতী ছিলেন। আব্বাস বলেন, পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের প্রায় ৭৫ কিলোমিটার উত্তরে বাত্তারানওয়ালি গ্রামে এ ঘটনা ঘটেছে। প্রেমিকার এ্যাসিডে ঝলসে গেছে প্রেমিক ॥ বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় পাকিস্তানে এক পুরুষকে এ্যাসিডে ঝলসে দিয়েছেন এক নারী। কর্মকর্তারা বলছেন, মোমেল মাই নামের ওই নারীর সঙ্গে এ্যাসিড হামলার শিকার সাদাকাত আলীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এরপরও বিয়ে করতে অস্বীকৃতি জানালে সাদাকাত আলীর ওপর ক্ষিপ্ত হয়ে এ কা- ঘটান মোমেল মাই। তবে মোমেল মাই দাবি করেছেন, হামলা থেকে নিজেকে রক্ষার জন্যই তিনি এ্যাসিড ছুড়েছেন। আলীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার শরীরের ৫০ ভাগই পুড়ে গেছে। -এএফপি ও বিবিসি।
×