ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চেকিংয়ের নামে চাঁদাবাজি

প্রকাশিত: ০৫:৩৬, ১৮ জুন ২০১৬

চেকিংয়ের নামে চাঁদাবাজি

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৭ জুন ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মায়ার বাড়ি এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে চেকিংয়ের নামে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে ভোলাব তদন্ত কেন্দ্রের পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার মধ্যে রাতে এ চাঁদাবাজির ঘটনা ঘটে। চাঁদাবাজির শিকার পরিবহন শ্রমিকরা জানান, ভোলাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস আই) হল চাকমাসহ কয়েক পুলিশ সদস্য মায়ার বাড়ি এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে চেকপোস্ট বসায়। সেখানে চেকিংয়ের নামে বিভিন্ন যানবাহনের চালকদের কাছে বেপরোয়া চাঁদাবাজি করছে। এছাড়া গত কয়েকদিন ধরেই পুলিশের চেকিংয়ের নামে জনসাধারণ হয়রানির শিকার হচ্ছে। চারদিন পর খাটের নিচ থেকে শিশুর মরদেহ উদ্ধার স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পীরগঞ্জে নিখোঁজের চারদিন পর তানজিলা খাতুন চুমকি (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের রামনাথপুর উত্তরপাড়া গ্রামের মতিন প্রধানের ছেলে রিয়াদ প্রধানের (২০) বাড়ির খাটের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। চুমকি ওই এলাকার শাহজাহান মিয়ার মেয়ে। এ ঘটনায় রিয়াদকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার সকালে বাড়ির পাশে আম কুড়ানোর সময় একই এলাকার মমিন প্রধানের ছেলে রিয়াদ তাকে ফুসলিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটি জ্ঞান হারিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লে অবস্থা বেগতিক দেখে রিয়াদ ওই মেয়েটিকে তার ঘরের খাটের নিচে মাটি খুঁড়ে পুঁতে রাখে। এদিকে মেয়েকে খুঁজে না পেয়ে বৃহস্পতিবার ওই এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাইকে প্রচার চালান চুমকির বাবা শাহজাহান। একপর্যায়ে বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে রিয়াদের পরিবারের পক্ষ থেকে রফাদফার চেষ্টা করলে তা স্থানীয়দের মধ্যে জানাজানি হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে শুক্রবার সকালে রিয়াদের বাড়ি থেকে চুমকির মরদেহ উদ্ধারের পর লম্পট রিয়াদকে আটক করে পুলিশ। বোয়ালমারী থানার ওসি ক্লোজড সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ১৭ জুন ॥ বোয়ালমারী থানার ওসি মিজানুর রহমানকে ক্লোজ করা হয়েছে বলে জেলা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে। গত ১৪ জুন উপজেলা প্রকৌশলীকে রূপাপাত ইউনিয়নের কালিনগর ময়রার মাঠে দুর্বৃত্তরা শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় উপজেলা প্রকৌশলী ওইদিন রাতে থানায় মামলা দায়ের করেন। পুলিশ আজ পর্যন্ত একজন আসামিও গ্রেফতার করতে পারেনি। এ ঘটনার জের ধরে শুক্রবার ওসি মিজানুর রহমানকে ফরিদপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এ বিষয়ে বোয়ালমারী থানায় খোঁজ নিলে থানার সেকেন্ড অফিসার এসআই শহিদুল ইসলাম জানান ওসি মিজানুর রহমান সকালেই ফরিদপুর চলে গেছেন। সেতুতে গাড়ি বিকল ॥ দীর্ঘ যানজট স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মেঘনা সেতু থেকে বাউশিয়া পর্যন্ত ১১ কিলোমিটার মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জে গজারিয়া অংশে শুক্রবার সকাল ৭টায় থেকে যানজট সৃষ্টি হয়। দুপুরের পরে আস্তে আস্তে যানজট হ্রাস পাচ্ছে। পুলিশ জানান, মেঘনা সেতুর ওপর দুটি ট্রাক ও একটি কাভার্ডভ্যান বিকল হলে এ যানজটের সৃষ্টি হয়। তবে রেকার দিয়ে বিকল বাহনগুলো পৌনে বারোটার দিকে সরিয়ে নেয়া হয়েছে। ইয়াবা ও হেরোইনসহ আটক ৮ নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৭ জুন ॥ সিংড়ায় ইয়াবা ও হেরোইনসহ শহিদুল নামের এক মাদক সম্রাটসহ ৭ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়ন ভবনের পাশে থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানান, শালিকা গ্রামের শহিদুল ইসলামকে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে হাতিয়ান্দহ ইউনিয়ন ভবনের পাশে থেকে হিরোইন সেবন অবস্থায় আরও সাত জনকে আটক করা হয়। তারা হলো, হাতিয়ান্দহ গ্রামের প্রশান্ত, বরকত, আজাহার, লালোরের জামসেদ, বুলু, নিংগঈনের লোকমান হোসেন ও গোবিন্দপুরের হাসমত। শিশু ধর্ষণের শিকার নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৭ জুন ॥ মান্দাইল খালেরঘাট এলাকায় ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটির মায়ের অভিযোগ, নুরুল ইসলাম নামে ৬৫ বছরের এক ব্যক্তি কয়েক দফা ধর্ষণ করে তার মেয়েকে। কিন্তু ভয়ে মেয়ে কাউকে কিছু বলেনি। সর্বশেষ বুধবার সন্ধ্যায় বাড়ির পাশের মাঠে নিয়ে শিশুটিকে ধর্ষণের সময় প্রতিবেশী আরেক শিশু ঘটনাটি দেখে ফেলে। ওই শিশুর মাধ্যমে ঘটনাটি জানাজানি হয়ে যায়। জঘন্য এ ঘটনার পর স্থানীয়দের চাপের মুখে অভিযুক্ত নুরুল ইসলাম পরিবারসহ এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তবে স্থানীয় কিছু প্রভাবশালী এ ব্যাপারে বাইরের কারো কাছে মুখ খুলতে শিশুটির মাকে বারন করে দেন। তিনদিন পর শুক্রবার দুপুরে স্থানীয় এক যুবক ঘটনাটি সাংবাদিকদের কাছে ফাঁস করে দেন। বাড়ি ও গোডাউনে আগুন স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে একই দিন পৃথক দুটি অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ওই দুটি আগুনের ঘটনায় একটি বাড়ির ৬টি কক্ষ, একটি গোডাউন এবং দোকানের মাল পুড়ে গেছে। জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা পশ্চিমপাড়া এলাকার এমদাদুল হকের ভাড়া বাড়িতে অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই বাড়ির ৬টি কক্ষ ও কক্ষে থাকা বিভিন্ন মাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে কালীগঞ্জ উপজেলা জামালপুর ইউনিয়নের দোলান বাজার সংলগ্ন বড়দার মোড় এলাকায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির এক ওয়েস্টেজ এজেন্টের একটি ওয়েস্টেজ গোডাউনে অগ্নিকা-ের ঘটনা ঘটে। নাটোরে নিহত সুনীলের বাড়িতে তিন এমপি নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৭জুন ॥ বড়াইগ্রামে বনপাড়া খ্রীস্টান পল্লীতে নিহত ব্যবসায়ী সুনীল গোমেজের বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাটোর-৪ আসনের সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী নাটোর-৩ আসনের এমপি জুনায়েদ আহমেদ পলক, নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল। শুক্রবার বিকেলে তিন এমপি নিহত সুনীল গোমেজর বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নিহতের পরিবারের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহমর্মিতা পৌঁছে দেন ও একই সাথে তার ব্যক্তিগত সমবেদনা প্রকাশ করেন। সুনীল হত্যাকা-ের সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দেন তিনি। প্রতিমন্ত্রী নিহতের স্ত্রী জাসিন্তা রিবেরুর হাতে ৫০ হাজার টাকা ও পরে এমপি শফিকুল ইসলাম শিমুল ৫০ হাজার টাকা তুলে দেন। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এই ঘটনায় প্রধানমন্ত্রী মর্মাহত। প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশের জন্য এসেছেন। টেকনাফে আড়াই লাখ ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ লাখ ৬০ হাজার ইয়াবাসহ এক বিক্রেতাকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে সাবরাং মুন্ডারডেইল সৈকত এলাকায় বিজিবি জওয়ানরা এ অভিযান চালায়। আটক ব্যক্তি আবদুল করিম সাবরাংয়ের বাসিন্দা। বিজিবি সূত্র জানায়, শুক্রবার সকালে বিজিবি অভিযানে গেলে একটি বস্তা ফেলে পালিয়ে যায় চোরাচালানিরা। এছাড়াও মুন্ডারডেইলে অভিযান চালিয়ে পালিয়ে যাওয়ার সময় আবদুল করিম নামে এক ব্যক্তিকে ১০ হাজার ইয়াবাসহ আটক করা হয়েছে।
×