ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দু’ভাইয়ের কোমরে ৭ কোটি টাকার সোনা

প্রকাশিত: ০৫:২৭, ১৮ জুন ২০১৬

দু’ভাইয়ের কোমরে ৭ কোটি টাকার সোনা

স্টাফ রিপোর্টার ॥ তারা দু’সহোদর নিশ্চিত ছিলেন-আগেও যেভাবে গ্রীন চ্যানেল পার হয়েছিলেন, এবারও সেভাবেই পার পেয়ে যাবেন। কিন্তু কাস্টমস কর্তারা যে আগে থেকেই ফাঁদ পেতে তাদের ধরে ফেলবেন এটা ভাবতে পারেননি। হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করার পর তারা মুখ ফসকে বলেই ফেললেন-কিভাবে জানলো কাস্টমস? সিঙ্গাপুর ফেরত এ দু’ভাইয়ের কোমর থেকে প্রায় সাড়ে ১৪ কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। বিমানবন্দরের গ্রীন চ্যানেল পার হওয়ার সময় তাদের স্বর্ণসহ আটক করা হয়। গুণধর এই দু’সহোদর হলেন-মামুন খান ও মুরাদ খান। ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (এসি) রেজাউল করিম জানান, সিঙ্গাপুর থেকে আসা টিজি-৩২১ নম্বর ফ্লাইটে করে ঢাকায় আসেন তারা দুই ভাই। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিমানবন্দরের গ্রীন চ্যানেল পার হওয়ার সময় তাদের আটক করা হয়। পেট কমানোর বেল্ট পরিহিত অবস্থায় গ্রীন চ্যানেল পার হচ্ছিলেন তাঁরা। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে ওই বেল্ট খুলে কোমর থেকে ১৪ কেজি ৩৩০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। এর মধ্যে বার ছাড়াও বেশ কিছু অলঙ্কারও রয়েছে। এসব র্স্বণের বর্তমান বাজার মূল্য ৭ কোটি ১৬ লাখ টাকা। রেজাউল করিম বলেন, আটক দু’ভাইয়ের বাড়ি গাজীপুর। প্রায়ই বিদেশ থেকে এভাবে স্বর্ণ নিয়ে এসেছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তারা। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। এ সম্পর্কে যুগ্ম কমিশনার এস এম সোহেল রহমান জনকণ্ঠকে বলেন.তারা পেশাদার চোরাচালানি। তাদের পাসপোর্ট দেখে বুঝা যায়Ñ তারা ঘন ঘন বিদেশ যাতাায়াত করেন। ঈদকে সামনে রেখে তারা এত সোনা ও অলঙ্কার নিয়ে আসে। এ তথ্য আগে থেকেই হাতে থাকায় তাদের নামমাত্রই ধরা হয়েছে।
×