ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ৪ জনের অস্বাভাবিক মৃত্যু

প্রকাশিত: ০৮:৩৪, ১৭ জুন ২০১৬

রাজধানীতে ৪ জনের অস্বাভাবিক মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে মন্দিরের এক পুরোহিতসহ চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ২৪ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানা গেছে, ওয়ারীর ইশকন মন্দিরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে জয়দেব দাস (২৬) নামে এক পুরোহিতের মৃত্যু হয়েছে। মন্দিরের অপর পুরোহিত উজ্জ্বল জানান, বৃহস্পতিবার সকালে পূজা দেয়ার সময় ছেঁড়া বিদ্যুতের তারের সঙ্গে জয়দেবের হাত জড়িয়ে যায়। এতে তিনি বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছেন। দুর্ঘটনায় যুবকের মৃত্যু ॥ ফার্মগেটে বাসের ধাক্কায় মোজাম্মেল হক নয়ন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের বাবার নাম বাচ্চু মিয়া। বাড়ি কুমিল্লা সদর উপজেলার রাজাপাড়া গ্রামে। বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে মতিঝিল যাওয়ার উদ্দেশে ফার্মগেট এলাকায় রাস্তার পার হতে গিয়ে একটি দ্রুতগামী বাসের সঙ্গে ধাক্কা লেগে আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে তার মৃত্যু হয়। দুই শ্রমিকের মৃত্যু ॥ জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানের প্যান্ডেল টাঙানোর সময় উপর থেকে পড়ে ফারুক হোসেন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলায়। এদিকে সিদ্ধেশ্বরীতে নির্মাণাধীন মগবাজার-মৌচাক ফ্লাইওভারের সরঞ্জামের আঘাতে সুমন মিয়া (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে সিদ্ধেশ্বরীর একটি স্কুল মাঠে রাখা ফ্লাইওভারের সরঞ্জামাদি সরানোর সময় সুমন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সকাল সাড়ে দশটার দিকে ঢাকা মেডিক্যালে কলেজ আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অজ্ঞান পার্টির ২৪ সদস্য গ্রেফতার ॥ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ‘অজ্ঞান পার্টি’ হিসেবে পরিচিত প্রতারক চক্রের ২৪ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
×