ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

কালিয়াকৈরে তিনজনকে গরম তেল ঝলসে দিয়েছে এক নারী

প্রকাশিত: ০৮:৩২, ১৭ জুন ২০১৬

 কালিয়াকৈরে  তিনজনকে গরম তেল ঝলসে দিয়েছে এক নারী

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরে বৃহস্পতিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গরম তেল নিক্ষেপ করে এক নারী পোশাক কর্মী ও তার শিশু সন্তানের শরীর ঝলসে দিয়েছে প্রতিবেশী অপর এক নারী। প্রতিবাদ করায় অপর এক ব্যক্তিকেও গরম তেলে ঝলসে দিয়েছে ওই নারী। ঝলসে যাওয়া মা ও তার সন্তানসহ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই নারীকে পরে আটক করেছে পুলিশ। পুলিশ, এলাকাবাসী ও আহতদের স্বজনরা জানায়, রংপুরের মিঠাপুকুর থানার মানিকবেড়ার মাজেদুল ইসলাম তার স্ত্রী ইসমত আরা বেগম (২২) এবং তাদের তিন বছরের শিশু কন্যা মাজেদা আক্তার মায়াকে নিয়ে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুতের সাত্তার গেট এলাকার শওকত হোসেনের বাড়িতে ভাড়া থাকে। ইসমত আরা তার স্বামীর সঙ্গে স্থানীয় এফবি ফুটওয়্যার কারখানায় চাকরি করে। একই বাড়িতে ভাড়া থাকে দিনাজপুরের পার্বতীপুরের তাজনগর এলাকার আসাদ মিয়া ও তার স্ত্রী আমেনা বেগম (৩৫)। আসাদ ও আমেনা স্থানীয় ফারইস্ট এ্যাপারেলসের কর্মী। বৃহস্পতিবার সন্ধ্যায় শিশু সন্তান মায়াকে কোলে নিয়ে ঘরের বারান্দার পাশে বৃষ্টির পানি দিয়ে হেঁটে যাচ্ছিল ইসমত আরা। এ সময় কয়েক ফোঁটা পানি আমেনার শরীরে ছিটকে যায়। এ ঘটনায় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমেনা রান্নায় বসানো চুলা থেকে কড়াইয়ের গরম তেল ইসমত আরা ও তার সন্তানের শরীরে নিক্ষেপ করে। এতে ইসমত আরার ডান হাত এবং তার কোলে থাকা শিশু সন্তানের বুক, কান, ডান হাতসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এ ঘটনার প্রতিবাদ করলে অপর এক ব্যক্তিকেও গরম তেল দিয়ে ঝলসে দেয় ওই নারী। স্থানীয়রা গরম তেলে ঝলসে যাওয়া মা ও সন্তানসহ ওই তিনজনকে গুরুতর অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কালিয়াকৈর থানার এসআই মোশারফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে আমেনা বেগমকে আটক করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
×