ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে কলেজ শিক্ষককে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৭:০৯, ১৭ জুন ২০১৬

মাদারীপুরে কলেজ শিক্ষককে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৬ জুন ॥ মাদারীপুর সরকারী নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীর ওপর হামলা ও কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে শহরে পৃথক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সরকারী নাজিমউদ্দিন কলেজের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী কলেজ ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচী পালন করে। বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ, মাদারীপুর জেলা শাখা একই কর্মসূচী পালন করেছেন। মানববন্ধনে বক্তারা শিক্ষক রিপন চক্রবর্তীর ওপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন। শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে সরকারী নাজিমউদ্দিন কলেজের সকল ক্লাস বৃহস্পতিবার বন্ধ ছিল। উদ্বিগ্ন শিক্ষকরা বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কলেজে জরুরী সভা করে পুলিশ সুপারের কাছে নিরাপত্তার দাবি করেছেন। রিপন চক্রবর্তী ২০১৫ সালের ১২ আগস্ট বরিশাল সরকারী হাতেম আলী কলেজ থেকে বদলি হয়ে মাদারীপুর সরকারী নাজিমউদ্দিন কলেজে যোগদান করেন। সরকারী নাজিমউদ্দিন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নুরুল হক মিয়া বলেন, ‘শিক্ষকের ওপর হামলা আমাদের আতঙ্কিত করেছে। বালাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা আহ্বায়ক প্রাণতোষ ম-ল বলেন,‘রিপন চক্রবর্তী যে বাসায় ভাড়া থাকতেন তার পাশেই থানা ও মন্ত্রীর বাড়ি। অত্যন্ত নিরাপদ একটি স্থান। দিনের বেলায় ওই রকম একটি জায়গায় তাকে হামলা করার ঘটনাটি আমাদের আতঙ্কিত করেছে। আমরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছি।’
×