ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহ-১ ও ৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী জুয়েল ও নাজিমউদ্দিন

প্রকাশিত: ০৬:১৩, ১৭ জুন ২০১৬

ময়মনসিংহ-১ ও  ৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী জুয়েল ও নাজিমউদ্দিন

বিশেষ প্রতিনিধি ॥ জাতীয় সংসদের ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। ময়মনসিংহ-১ আসনে সদ্য প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের পুত্র জুয়েল আরেং এবং ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নাজিম উদ্দিন আহমেদ। নাজিম উদ্দিন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। মনোনয়ন প্রদানের আগে ওই দুটি আসনে দলের মনোনয়ন প্রত্যাশী প্রায় ৪১ জনের সাক্ষাতকার গ্রহণ করা হয়। ময়মনসিংহ-১ আসনে ২০ জন এবং ময়মনসিংহ-৩ আসনে মনোনয়ন লাভের আশায় ২১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। বৈঠকে সংসদীয় বোর্ডের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ এবং দাফতরিক কাজের জন্য দফতর সম্পাদক এ্যাডভোকেট আবদুল মান্নান খান ও ড. আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ড. আবদুস সোবহান গোলাপ চূড়ান্ত মনোনীত আওয়ামী লীগের দুই প্রার্থীর নাম ঘোষণা করেন। আগামী ১৮ জুলাই এ দুই আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট প্রমোদ মানকিনের মৃত্যুতে ময়মনসিংহ-১ এবং আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব) মজিবর রহমান ফকিরের মৃত্যুতে ময়মনসিংহ-৩ আসন শূন্য হয়।
×