ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৬:০৬, ১৭ জুন ২০১৬

ঝলক

তামা ঝরাবে মেদ! ভাবছেন, তামা দিয়ে মেদ ঝরানো যায় কী করে? বিজ্ঞানীরা দাবি করেছেন, নানা জৈবিক কার্যাবলীতে বড় ভূমিকা রাখছে এই ধাতুটি। লোহিত রক্তকণিকা (জইঈ)-র গঠনে তামার যে একটা বড় ভূমিকা রয়েছে। তামা যেমন আয়রন শোষণে সাহায্য করে, আবার সংযুক্তকারী টিস্যুর বিকাশেও ভূমিকা নেয়। একই সঙ্গে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। সম্প্রতি এক গবেষণা রিপোর্টে বলা হয়েছে, চর্বি ঝরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তামা বা কপার। গবেষকরা জানান, তামা ফ্যাট কোষগুলোকে ভাংতে সাহায্য করে। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষক ক্রিস চ্যাংয় বলেন, শরীরে যত বেশি কপার থাকবে, তত বেশি করে ফ্যাট ভাংবে। তাদের দাবি অনুযায়ী, ওবেসিটি বা ওবেসিটি সংক্রান্ত অসুখের অন্যতম কারণ হতে পারে শরীরে তামার ঘাটতি। শরীরে তামা তৈরি হয় না। তাহলে, শরীরে তামার ঘাটতি পূরণ হবে কী করে? গবেষকরা পরামর্শ দিচ্ছেন, গেরি-গুগলি, ঝিনুক জাতীয় খাদ্য আপনার খাদ্য তালিকায় রাখুন। মাশরুম, বিনস, বাদাম, সবুজ শাকসবজির মধ্যেও তামার উপাদান রয়েছে। ঋণ নিতে নগ্ন ছবি! ঋণ দরকার? চিন্তা নেই! মিলবে সহজেই। প্রয়োজনের সময় টাকা দিতে হাত বাড়িয়ে বসে আছে একাধিক সংস্থা। তবে শর্ত একটাই বন্ধক রাখতে হবে নিজের নগ্ন ছবি। ঋণদাতারা বরাবরই কিছু মূল্যবান জিনিস জমা নিয়ে ঋণ দিয়ে থাকেন। সেই চিরায়ত নিয়মকেই মহিলা ঋণগ্রহীতাদের জন্য এমন অদ্ভুত নিয়ম চালু করল চীনা অনলাইন ঋণ প্রদানকারী সংস্থাগুলো। সম্প্রতি এক মহিলা ঋণগ্রহীতা সামনে এনেছেন এ খবরটি। ওই মহিলা জানিয়েছেন, প্রথমবার যখন তিনি অল্প অর্থ ঋণ নিয়েছিলেন তখন এই ‘হ্যাপা’ ছিল না। দ্বিতীয়বার ঋণ নেয়ার সময় যখন টাকার অঙ্ক একটু বেশি হলো তখনই তার কাছে ‘নগ্ন ছবি’ দাবি করে সংস্থাটি। ঋণশোধ না করতে পারলে ছবি প্রকাশ করে দেয়া হবে- এটাই শর্তের নিয়ম। এ ঘটনা প্রকাশের পর ক্ষোভ জন্মেছে বিভিন্ন মহলে। সাইবার অপরাধের মতো একটি কাজকে সম্বল করে কী করে এরকম ব্যবসা চালিয়ে যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
×