ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সিনেটে আলোচনার বাধা দূর

প্রকাশিত: ০৪:০২, ১৭ জুন ২০১৬

সিনেটে আলোচনার বাধা দূর

মার্কিন সিনেটে আগ্নেয়াস্ত্র আইন নিয়ে আলোচনার বাধা দূর হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফির প্রায় ১৫ ঘণ্টার বক্তৃতা শেষ হওয়ার পর রিপাবলিকান সদস্যরা প্রস্তাবিত আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন ভোটে দিতে সম্মত হন। ডেমোক্র্যাটদের প্রস্তাবিত আইনটিতে আগ্নেয়াস্ত্র বিক্রির ক্রেতার অতীত ইতিহাস যাচাই ও সম্ভাব্য সন্ত্রাসী তালিকায় নাম থাকা না থাকার বিষয়টি খতিয়ে দেখার কথা বলা হয়েছে। অরল্যান্ডো হত্যাকা-ের পর আগ্নেয়াস্ত্র আইনের প্রসঙ্গটি ফের কংগ্রেসের আলোচনায় আসে। রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প সংশোধনী প্রস্তাবের একটি অংশ সন্ত্রাসী তালিকায় থাকা ব্যক্তিদের কাছে অস্ত্র বিক্রি না করাকে সমর্থন করেছেন। বিতর্ক সৃষ্টি মনোযোগের কেন্দ্রবিন্দুতে আসা ট্রাম্প অবশ্য বরাবরই আমেরিকান নাগরিকদের আগ্নেয়াস্ত্র কেনার সাংবিধানিক অধিকার রক্ষার একজন জোর সমর্থক। ফ্লোরিডার ওই সমকামী নাইটক্লাবে গুলি চালিয়ে ৪৯ জনকে হত্যার ঘটনায় হামলাকারী হিসেবে চিহ্নিত ওমর মতিনের কাছে এ্যাসল্ট রাইফেল বিক্রি করা থেকেই বিতর্কের সূত্রপাত। ওই হামলায় ৪৯ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হন। হামলাকারী মতিন পরে পুলিশের গুলিতে মারা যান। প্রশ্ন উঠেছে এফবিআইয়ের টেরর ওয়াচ লিস্টে মতিনের নাম থাকার পরও তার কাছে কেন আগ্নেয়াস্ত্র বিক্রি করা হয়েিেছল। ডেমোক্র্যাটরা আগ্নেয়াস্ত্র আইন সংশোধনের জন্য অনেকদিন ধরে চেষ্টা করে এলেও বিষয়টি নিয়ে তারা খুব বেশি অগ্রসর হতে পারেনি। বৃহস্পতিবার কানেক্টিকাট থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলীয় সিনেটর মারফি বলেন, ‘আমাদের বর্তমান অবস্থা বদলানোর চেষ্টা করতে হবেই। কিন্তু অবস্থার পরিবর্তন ঘটানোর মতো প্রতিশ্রুতির অভাব রয়েছে আমাদের মধ্যে।’ তিনি বুধবার সকাল ১১টা ২১ মিনিট থেকে শুরু করে প্রায় ১৫ ঘণ্টা বক্তৃতা করেন। সিনেটের বেশিরভাগ আসন ফাঁকা থাকা সত্ত্বেও তিনি বক্তৃতা চালিয়ে যান। নিজ অঙ্গরাজ্য কানেক্টিকাটে ২০১২ সালে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে গুলিতে ২৬ জন ছাত্র ও শিক্ষক নিহত হয়েছিলেন। সিনেটর মারফি বলেন, তিনি চান সন্দেহভাজন সন্ত্রাসীদের আগ্নেয়াস্ত্র ক্রয়ের অধিকার রহিত করতে এবং আগ্নেয়াস্ত্র ক্রেতার অতীত কর্মকা- সর্বজনীন পরীক্ষার প্রয়োজনবিষয়ক বিলটি সমর্থনে বাধ্য হোক রিপাবলিকান ও ডেমোক্র্যাট সিনেটররা। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ এখন মার্কিন রাজনীতির বিতর্কের অন্যতম প্রধান ইস্যু। কারণ দেশটি সবার অস্ত্র বহনের সাংবিধানিক অধিকার রয়েছে। এদিকে ট্রাম্প বুধবার টুইটে জানিয়েছেন, তিনি শক্তিশালী লবি গ্রুপ ন্যাশনাল রাইফেল এ্যাসোসিয়েশনের (এনআরএ) সঙ্গে সাক্ষাত করে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ ইস্যুতে কথা বলবেন। তবে এনআরএ এর প্রতিক্রিয়ায় বলেছে, তারা ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করবেন। এনআরএ’র মুখপাত্র ক্রিস কক্স এক বিবৃতিতে বলেছেন, এনআরএ বিশ্বাস করে যে, সন্ত্রাসীদের আগ্নেয়াস্ত্র ক্রয়ের অনুমতি দেয়া উচিত নয়। অরল্যান্ডো নাইটক্লাবে হামলাকারী ওমর মতিন সম্পর্কে সিনেট কমিটির প্রকাশিত এক চিঠিতে বলা হয়েছে, হামলার আগে ও হামলার সময় মতিন তার ফেসবুকে ধারাবাহিক পোস্টে পশ্চিমাদের ওপর ক্ষোভ ঝেড়েছেন এবং নিরপরাধ নারী ও শিশুদের মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। অপর এক পোস্টে, আমেরিকা ও রাশিয়াকে ইসলামিক স্টেটের ওপর বোমাবর্ষণ বন্ধ করতে বলেছেন। সিনেট হোমল্যান্ড সিকিউরিটি কমিটি ফেসবুকের কাছে মতিনের অতীত অনলাইন রেকর্ড সম্পর্কে তথ্য চেয়েছে। -এএফপি, বিবিসি ও ওয়াশিংটন পোস্ট।
×