ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে গৃহকর্মী ও যুবকের লাশ উদ্ধার ॥ প্রতারণায় ৭ জনের দণ্ড

প্রকাশিত: ০৭:১৫, ১৬ জুন ২০১৬

রাজধানীতে গৃহকর্মী ও যুবকের লাশ উদ্ধার ॥ প্রতারণায় ৭ জনের দণ্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সবুজবাগে নিলুফা আক্তার (১০) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উত্তর বাসাবোর ৩৪/৪/এ/৩ নম্বর বাসা থেকে বুধবার সকাল সোয়া ৬টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিলুফা রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের দুলাল মিয়ার মেয়ে। নিলুফা সবুজবাগ উত্তর বাসাবোর ৩৪/৪/এ/৩ নম্বর বাসায় গৃহকর্তা নুরুল আমিনের বাসায় ১০ মাস ধরে কাজ করে আসছিল। মঙ্গলবার রাত আড়াইটার দিকে নুরুল আমিনের পালিত ছেলে হৃদয় সেহ্রি খেতে উঠে দেখে নিলুফা ওড়না দিয়ে রডের সঙ্গে ঝুলছে। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মেয়েটি কি কারণে আত্মহত্যা করেছে তা তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ফকির জানান, ওই বাড়ির গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যুবকের লাশ ॥ রাজধানীতে নির্মাণাধীন ভবনের ৭ তলার রান্না ঘরের সিলিংয়ের ওপর থেকে সোহেল রানা (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ। মিরপুরের ১২ নম্বর সেকশনের ২ নম্বর রোডের ১৬২ নম্বর বাড়ি থেকে বুধবার বিকেল ৩টায় তার লাশ উদ্ধার করা হয়। মৃত সোহেল রানার বাড়ি নড়াইলে। তার বাবার নাম আরিফ হোসেন। এসআই প্রবীর রঞ্জন ধর জানান, সে উত্তরা এলাকায় থাকতো। কে বা কারা তাকে হত্যা করে এখানে ফেলে রাখে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রতারণার দায়ে ৭ জন দ-িত ॥ রাজধানীর ৫৩/৩ ডিআইডি এক্সটেশনের এয়ারল্যান্ড ইন্টারন্যাশনাল লিঃ ও এটিভি ওভারসিজের অফিসে বিভিন্ন জেলার লোকজনকে বিভিন্ন দেশে পাঠানোর অজুহাতে পাসপোর্ট আটক রেখে টাকা আদায় ও হয়রানির অভিযোগে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান ও ১১৪টি পাসপোর্ট জব্দ করেছে র‌্যাব। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেলাল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন মোঃ তাজুল ইসলাম (৬২), পিতা-মৃত সেকান্দর আহমেদ পাটোওয়ারী, মোঃ আব্দুল মাজেদ (৩১), হুমায়ুন কবির রাসেল (৩৪), স্বপন কুমার চক্রবর্তী (৫০), শওকত আলী প্রকাশ ময়না (৪৬) শহিদুল আলম মজনু ও আব্দুর রহিম (৩৬)। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশ্নের জবাব দিলেন প্রধানমন্ত্রী সংসদ রিপোর্টার ॥ সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর পর সম্প্রতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনও মারা গেছেন। মন্ত্রণালয়টি বর্তমানে মন্ত্রী শূন্য। তাঁদের মৃত্যুর পর এখন পর্যন্ত নতুন করে কাউকে ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়নি, নেয়া হয়নি নতুন মন্ত্রী। কিন্তু কাজ কী বসে থাকে? তাই বুধবার জাতীয় সংসদে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশ্নের জবাব দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও কোন মন্ত্রণালয়ে মন্ত্রী না থাকলে বিধি অনুযায়ী ওই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপরই ন্যস্ত হয়। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়। প্রশ্নোত্তরের জন্য সংসদ সচিবালয় থেকে সরবরাহকৃত লিখিত ও তারকা চিহ্নিত প্রশ্নোত্তর বইয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশ্নের উত্তর প্রদানের জন্য মন্ত্রীর জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম লেখা রয়েছে। এ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। সরকারী দলের ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, ১৯৯৯ হতে ২০০১ সালের জুন সময়ের মধ্যে দেশের ৬ বিভাগের ৬টি শান্তি নিবাস (বৃদ্ধাশ্রম) চালু করা হয়। পরবর্তীতে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী শান্তি নিবাসসমূহকে সেফহোমে রূপান্তর করা হয়।
×