ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পর্তুগালকে রুখে রঙিন অভিষেক আইসল্যান্ডের

প্রকাশিত: ০৬:৫৭, ১৬ জুন ২০১৬

পর্তুগালকে রুখে রঙিন অভিষেক আইসল্যান্ডের

স্পোর্টস রিপোর্টার ॥ মাইলফলক স্পর্শের ম্যাচ রাঙাতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার রাতে ইউরো ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে নবাগত আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রোনাল্ডোর পর্তুগাল। ‘এফ’ গ্রুপের আরেক ম্যাচে দশজনের অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে হাঙ্গেরি। সেইন্ট-এটিনেতে পর্তুগালের হয়ে লুইস ফিগোর সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেন রিয়াল মাদ্রিদ তারকা রোনাল্ডো। দুই জনেই দেশের হয়ে খেলেছেন সর্বোচ্চ ১২৭ ম্যাচ। আগামী ম্যাচেই এককভাবে রেকর্ডটি নিজের করে নেবেন সি আর সেভেন। কিন্তু ফিগোকে ছোঁয়ার ম্যাচে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সাবেক ফিফা সেরা তারকাকে। একাধিক সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন পর্তুগীজ অধিনায়ক। যার মাসুলও দিতে হয়েছে পর্তুগালকে ড্র করে। তবে ড্র করে ইউরো অভিষেকটা রঙিন করেছে আইসল্যান্ড। বৈশ্বিক কোন আসরে প্রথম ম্যাচ খেলতে নামে আইসল্যান্ড। পর্তুগালের মতো বড় দলকে রুখে দিয়ে দেশটি এখন নকআউট পর্বে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছে। ইউরোর বাছাইপর্বে হল্যান্ড, তুরস্ক, চেক প্রজাতন্ত্রকে হারিয়ে চমক দেখায় আইসল্যান্ড। যে কারণে তাদের ডার্কহর্স হিসেবে বিবেচনা করা হচ্ছে। শুরুটা ভাল করে সে প্রমাণও রাখল তারা। ম্যাচে রোনাল্ডো সেভাবে জ্বলে উঠতে পারেননি। কয়েকটি গোলের সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেননি। একের পর এক আক্রমণ শাণাতে থাকা পর্তুগাল ম্যাচের ৩১ মিনিটে এগিয়ে যায় ন্যানির গোলে। আন্দ্রে গোমেজের দারুণ ক্রস থেকে ফাঁকায় বল পান তিনি। তা থেকে জালে জড়াতেও কোন ভুল হয়নি ন্যানির। বিরতির পর ৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ পান সি আর সেভেন। আইসল্যান্ডের রক্ষণভাগের ভুলে বিপজ্জনক জায়গায় বল পান। কিন্তু পর্তুগীজ অধিনায়কের দুর্বল শট ঠিকান খুঁজে পায়নি। চমক দেখিয়ে ৫০ মিনিটে সমতা ফেরায় আইসল্যান্ড। গুডমুন্ডসনের ক্রস থেকে বল পেয়ে গোল করেন মিডফিল্ডার বিরকির বার্নাসন। ম্যাচের বাকি সময়ে জয়সূচক গোল করার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে পর্তুগাল। ৮৬ মিনিটে মোক্ষম সুযোগ কাজে লাগাতে পারেননি রোনাল্ডো। ন্যানির ক্রস থেকে একেবারে ফাঁকায় বল পেয়েছিলেন তিনি। কিন্তু তার হেড চলে যায় সরাসরি প্রতিপক্ষের গোলরক্ষকের হাতে। ম্যাচের শেষ মিনিটে দুটি ফ্রিকিক পেলেও প্রতিবারই ব্যর্থ হন রোনাল্ডো। ফলে ড্র নিয়েই মিশন শুরু হয় পর্তুগালের। পর্তুগালের বিপক্ষে এ ড্রকেই জয়ের সমান বলে মন্তব্য করেছেন আইসল্যান্ডের কোচ হেলমির হ্যালগ্রিমসন। ম্যাচ শেষে তিনি বলেন, আমাদের রক্ষণভাগ ছিল দুর্দান্ত। আমরা সত্যিই খুব সংগঠিতভাবে খেলেছি আর কঠোর পরিশ্রম করেছি। এক বা দুটি পরিস্থিতি ছাড়া আমরা খুবই মনোযোগী ছিলাম। আর এটা আমাদের জন্য একটা বড় দলীয় জয়। ম্যাচ শেষে রোনাল্ডো আইসল্যান্ডের ফুটবলারদের মানসিকতার তীব্র নিন্দা জানান। প্রতিপক্ষের ফুটবলাদের মানসিকতাতে নিচু আখ্যায়িত করে পর্তুগীজ অধিনায়ক বলেন, তারা গোলপোস্টের সামনে যেন একটা বাস দাঁড় করিয়ে রেখেছিল। কোন কিছু করার চেষ্টাই করেনি আইসল্যান্ড। শুধু গোল ঠেকিয়েই গেছে, ঠেকিয়েই গেছে। তারা ফুটবল খেলার কোন চেষ্টাই করেনি। এ জন্যই আমার মনে হয়, তারা এই আসরে বড় কিছু করতে পারবে না। আমার মতে, এটা নিচু মানসিকতা। রোনাল্ডোর সমালোচনার জবাব কড়া ভাষায়ই দিয়েছে আইসল্যান্ড। দেশটির রক্ষণভাগের প্রধান খেলোয়াড় কারি আর্নাসন বলেন, রোনাল্ডো ম্যাচটা হারতে চাননি। কিন্তু তিনি আমাদের কাছ থেকে কী আশা করেন? আমরা তার বিপক্ষে বার্সিলোনার মতো খেলব? তিনি শুধু অযথা ঘুরে বেড়িয়েছেন আর ডাইভ দিয়েছেন। অবশ্যই আমরা আন্ডারডগ। আমরা সেভাবেই খেলেছি। আর শেষ পর্যন্ত যে আমরা ম্যাচটা জিততে পারিনি, সেটা দুর্ভাগ্য। নিষ্প্রভ পারফর্মেন্সের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমেও চলছে রোনাল্ডোর সমালোচনা। টুইটারে একজন লিখেছেন, হোটেলে ফিরে রোনাল্ডো হয়ত নিজের সিনেমা দেখে আর উইকিপিডিয়াতে নিজের পরিসংখ্যানে চোখ বুলিয়েই নিজেকে সান্ত¡না দেবেন।
×