ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সব মুসলিম অভিবাসী নিরাপত্তার জন্য হুমকি

প্রকাশিত: ০৩:৫৪, ১৫ জুন ২০১৬

সব মুসলিম অভিবাসী নিরাপত্তার জন্য হুমকি

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য মনোনীত প্রার্থী ডোনাল্ড জে ট্রাম্প ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো হত্যাকা-ের পর প্রথম ভাষণে তিনি মুসলিমদের বিরুদ্ধে সুদূরপ্রসারী ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দেন। এই হামলা ঘটনায় মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধের প্রস্তাব ন্যায়সঙ্গত বলে তিনি দাবি করেন। ট্রাম্প সোমবার নিউহ্যাম্পশায়ারের ম্যানচেস্টারের সেন্ট এ্যানসেলম কলেজে জাতীয় নিরাপত্তা বিষয়ক এক ভাষণ দেন। খবর নিউইয়র্ক টাইমসের। মূলধারার মুসলিম ও ইসলামপন্থী সন্ত্রাসীদের মধ্যে কোন পার্থক্য না করেই ট্রাম্প বলেন, সব মুসলিম অভিবাসীই আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি বলে আবির্ভূত হয়েছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের প্রমাণিত ইতিহাস আছে, বিশ্বের এমন যে কোন অংশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধের আহ্বান জানান তিনি। তিনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, আমেরিকান মুসলিমরা সবাই অভ্যন্তরীণ সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে জড়িত। এর ফলে গোয়েন্দারা হামলার আগাম রিপোর্ট পেতে ব্যর্থ হচ্ছে। গত হেমন্তে ট্রাম্প প্রথম মুসলিমদের প্রবেশ নিষিদ্ধের প্রস্তাব দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। ট্রাম্প সোমবারের ভাষণে ইসলামী চরমপন্থাকে ‘অনুপ্রবেশপ্রবণ বৈশ্বিক হুমকি’ হিসেবে অভিহিত করেছেন। বেসামরিক মানুষের সঙ্গে মিশে ফালুজা থেকে পালাচ্ছে জঙ্গীরা ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীরা বেসামরিক মানুষের সঙ্গে মিশে ইরাকের ফালুজা থেকে পালানোর চেষ্টা করছে। আইএসের কবল থেকে নগরীটি পুনঃদখলের লক্ষ্যে ইরাকের নিরাপত্তা বাহিনীর অভিযানের প্রেক্ষাপটে সাম্প্রতিক দিনগুলোতে হাজার হাজার বেসামরিক লোক এলাকা ছাড়ছে। আর এ সুযোগে তাদের সঙ্গে মিশে জিহাদী যোদ্ধারাও নগরী থেকে পালাচ্ছে। পেন্টাগন জানায়, ইরাকের উত্তরাঞ্চলে প্রথমবারের মত আইএসের একটি গ্রুপের ওপর মার্কিন এ্যাপাচি হেলিকপ্টার থেকে আঘাত হানা হয়েছে। দুই সপ্তাহ আগে ফালুজা পুনঃদখলের লক্ষ্যে নিরাপত্তা বাহিনী অভিযান জোরদারের পর থেকে বেসামরিক মানুষের বেশ ধরা পাঁচ শতাধিক সন্দেহভাজন আইএস সদস্যকে গ্রেফতার করা হয়েছে। - এএফপি
×