ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তৈরি পোশাক রফতানিতে উর্ধগতি

প্রকাশিত: ০৩:৫২, ১৫ জুন ২০১৬

তৈরি পোশাক রফতানিতে উর্ধগতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-মে মেয়াদে নিটওয়্যার এবং ওভেন গার্মেন্টস পণ্য রফতানিতে মোট আয় হয়েছে ২ হাজার ৫০৮ কোটি ৩৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার। গত ২০১৪-১৫ অর্থবছরের প্রথম ১১ মাসের তুলনায় নিটওয়্যার এবং ওভেন গার্মেন্টস পণ্য রফতানিতে আয় যথাক্রমে ৬ দশমিক ৭৪ শতাংশ এবং ১১ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। জুন মাসে প্রকাশিত বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৪-১৫ অর্থবছরে নিটওয়্যার পণ্য রফতানিতে আয় হয়েছিল ১ হাজার ২৪২ কোটি ৬৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ওই বছরের প্রথম ১১ মাসে আয় হয়েছিল ১ হাজার ১১৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। ২০১৫-১৬ অর্থবছরে আলোচ্য খাতে রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩২৬ কোটি ৬২ লাখ ১০ হাজার মার্কিন ডলার। চলতি অর্থবছরের জুলাই-মে মেয়াদে নিটওয়্যার পণ্য রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ১৯৬ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার। আলোচ্য সময়ের মধ্যে এই খাতে আয় হয়েছে ১ হাজার ১৯২ কোটি ২ লাখ মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে শূন্য দশমিক ৪০ শতাংশ কম। তবে গত অর্থবছরের প্রথম ১১ মাসের তুলনায় আলোচ্য খাতের রফতানি আয় ৬ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ২০১৪-১৫ অর্থবছরে ওভেন গার্মেন্টস পণ্য রফতানিতে আয় হয়েছিল ১ হাজার ৩০৬ কোটি ৪৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ওই বছরের জুলাই-মে মেয়াদে এই খাতে আয় হয়েছিল ১ হাজার ১৭৫ কোটি ৭২ লাখ ১০ হাজার মার্কিন ডলার। ২০১৫-১৬ অর্থবছরে আলোচ্য খাতে রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪১০ কোটি ৫৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে ওভেন গার্মেন্টস পণ্য রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ২৭২ কোটি ৪৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।
×