ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেখ জামাল ৬-২ উত্তর বারিধারা

ফেডারেশন কাপে শেখ জামালের শুভসূচনা

প্রকাশিত: ০৬:৫৮, ১২ জুন ২০১৬

ফেডারেশন কাপে শেখ জামালের শুভসূচনা

স্পোর্টস রিপোর্টার ॥ আগেরদিন ড্র করেছে মোহামেডান, হেরে অঘটনের শিকার হয়েছে ঢাকা আবাহনী। শঙ্কা ছিল দেশীয় ফুটবলের আরেক পরাশক্তিরা না আবার পচা শামুকে পা কেটে না বসে। না, তেমনটা হয়নি শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবলে শুভসূচনা করেছে শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড। তারা ৬-২ গোলে হারিয়েছে উত্তর বারিধারা ক্লাবকে। জয়ী দলের জাম্বিয়ান ফরোয়ার্ড ল্যান্ডিং হ্যাটট্রিক করেন। এই আসরের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল খেলার প্রথমার্ধে এগিয়ে ছিল ২-০ গোলে। প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধেই বেশি বিধ্বংসী ছিল জামাল। টানা তিনটি গোল প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ২৩ মিনিটে এগিয়ে যায় শেখ জামাল। এনামুলের পাসে বল পেয়ে প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে বারিধারার বক্সে ঢুকে পড়েন জামালের গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডার্বোয়ে। তারপর ঠা-া মাথায় জালে বল ঠেলে দেন এই মিডফিল্ডার (১-০)। ৩০ মিনিটে লিংকনের পাসে বল পেয়ে ছুটে চলছিলেন জামাল অধিনায়ক ও হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন এ্যানসেলমে। তাকে আটকাতে সামনে এগিয়ে আসেন বারিধারার গোলরক্ষক রাজিব। কিন্তু ওয়েডসন ছিলেন অপ্রতিরোধ্য। গোলরক্ষক বল নিতে গিয়ে পড়ে যান বক্সে। তাকে পেছনে ফেলে ফাঁকা পোস্টে বল পাঠান ওয়েডসন (২-০)। ৪৭ মিনিটে বল নিয়ে বা প্রান্ত দিয়ে পোস্টের কাছে চলে যান ওয়েডসন। কিন্তু ডিফেন্ডারদের বাধার মুখে বল ব্যাকপাস দেন বক্সের বাইরে দাঁড়ানো ল্যান্ডিংকে। আর সেখান থেকেই বল জালে পাঠান ল্যান্ডিং (৩-০)। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে এক গোল শোধ করেন বারিধারার খালেকুজ্জামান সবুজ (১-৩)। তবে পরের মিনিটেই আরও এক গোল করে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা। সতীর্থের উদ্দেশ্যে ওয়েডসনের বাড়িয়ে দেয়া বল রুখে দিতে গিয়ে পড়ে যান গোলরক্ষক। সুযোগটা কাজে লাগিয়ে জামালকে আরও এক গোল উপহার দেন এনামুল (৪-১)। ৬৫ মিনিটে বারিধারার জালে আরও একবার বল পাঠান ল্যান্ডিং (৫-১)। ৬৯ মিনিটে রোহিত সরকারের প্লেসিংয়ে ব্যবধান কিছুটা কমায় বারিধারা (২-৫)। ম্যাচের অন্তিম মুহূর্তে বা প্রান্ত থেকে বল বাড়িয়ে দেন জামালের আনিসুর আলম সুইট। বক্সে পোস্টের খুব কাছ থেকে হেড দিয়ে লক্ষ্যভেদ করেন ইয়াসিন খান (৬-২)। শেষ পর্যন্ত এই বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে শেখ জামাল।
×