ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচনে সহিংসতা, হবিগঞ্জে আহত ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ০৬:৩৩, ১২ জুন ২০১৬

ইউপি নির্বাচনে সহিংসতা, হবিগঞ্জে আহত ব্যক্তির মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১১ জুন ॥ ইউপি নির্বাচনপরবর্তী সহিংসতায় মাধবপুরের খুড়কিতে ৭নং ওয়ার্ড বিজয়ী মেম্বার প্রার্থী মনাই মিয়া ও পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল হাই সমর্থকদের মধ্যে সংঘর্ষ, দোকানপাট, বাড়িঘরে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনায় গুরুতর আহত ফারুক মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার ওই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষ হলে গুরুতর আহত হয় অন্তত ১৫ জন। এদের সকলকেই হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন শনিবার ভোরে ফারুক মিয়ার মৃত্যু হয়। মাদারীপুরে ভাংচুর নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর থেকে জানান, মাদারীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনপরবর্তী সহিংসতায় ৮ বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ছিলারচর ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান সাইফুল ইসলাম বাবুল সরদারের সমর্থকরা পরাজিত প্রার্থী তৌফিকুজ্জামান শাহীন আকনের সমর্থিত ৮ বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। যৌতুকের জন্য নির্যাতনে গৃহবধূ হাসপাতালে নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা), ১১ জুন ॥ দক্ষিণ আমতলী গ্রামে এক গৃহবধূ যৌতুকের জন্য স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়েছে। গৃহবধূকে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে হাসপাতাল ত্যাগের হুমকি দিয়েছে স্বামীর পরিবার। গৃহবধূর পরিবারের অভিযোগ, ৫ লাখ টাকা যৌতুক না পেয়ে বুধবার রাত থেকে বাড়িতে আটকে রেখে লোহার রড, লাঠি দিয়ে স্বামী তুহিন খান স্ত্রী আছিয়া বেগমকে দফায় দফায় নির্যাতন করেন। এতে আছিয়ার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। জানা গেছে, নাচনাপাড়া গ্রামের আছিয়ার বাবা আবদুল খালেক মাতুব্বর অভিযোগ করেন ২০০৯ সালের জানুয়ারি মাসে দক্ষিণ আমতলী গ্রামের সাবেক ইউপি সদস্য মজনু খানের ছেলে তুহিন খানের সঙ্গে তার মেয়ে আছিয়ার বিয়ে হয়। বিয়ের সময় জামাই তুহিন খানকে তার চাহিদামতো সংসারের যাবতীয় মাল ও ঘর তোলার জন্য নগদ ৪ লাখ টাকা যৌতুক দেয়া হয়। কিছুদিন যেতে না যেতেই ব্যবসার কথা বলে তুহিন খান পুনরায় ৫ লাখ টাকা দাবি করেন। ২০১০ সালে আছিয়ার কোলজুড়ে আসে জান্নাতি নামের শিশুকন্যা।
×