ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

রংপুরে পুরোহিত অপহরণ ॥ ২৪ ঘণ্টায় উদ্ধার, গ্রেফতার ১

প্রকাশিত: ০৬:০১, ১২ জুন ২০১৬

রংপুরে পুরোহিত  অপহরণ ॥ ২৪ ঘণ্টায় উদ্ধার, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, নীলফামারী ও নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ রংপুরের পীরগঞ্জ থেকে উত্তম কুমার মোহন্ত (৫০) নামে এক পুরোহিত অপহরণের শিকার হয়েছেন। তাকে উদ্ধারে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই সফল হয়েছে পুলিশ। শনিবার সকালে লালমনিরহাট জেলা সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়ির মালিক আনোয়ার হোসেনকে (৪০) গ্রেফতার করে পুলিশ। শনিবার বিকেল ৪টায় উদ্ধারের বিষয়টি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রংপুর পুলিশ সুপার আব্দুর রাজ্জাক। জানা গেছে, শুক্রবার সকালে বিয়ে পড়ানোর কথা বলে পীরগঞ্জের সর্দারপাড়া এলাকার পুরোহিত উত্তম কুমার মোহন্তকে মোবাইল ফোনে গাইবান্ধা রেল স্টেশনে ডাকে অপহরণকারী চক্রের সদস্যরা। তাদের কথামতো উত্তম কুমার সকাল ১০টার দিকে গাইবান্ধা রেল স্টেশনে গেলে তিন দুর্বৃত্ত তাকে ট্রেনে করে লালমনিরহাট নিয়ে যায়। পরে সেখান থেকে অটোরিক্সাযোগে তাকে মোগলহাটের কর্ণপুর গ্রামের আলতাব উদ্দিনের ছেলে আনোয়ার হোসেনের বাড়িতে আটক করে রাখে। এরপর পুরোহিদের ছেলে আকাশ মোহন্তের কাছে মোবাইলে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুরোহিতের ছেলে আকাশ বিষয়টি রাত ৯টার দিকে পুলিশকে অবহিত করে। এরপর অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) আবদুল্লাহ আল ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল মোবাইল ফোনের সূত্র ধরে লালমনিরহাটে অভিযান শুরু করেন। অভিযানের একপর্যায়ে শনিবার সকাল ১০টার দিকে উল্লেখিত এলাকা থেকে পুরোহিত উত্তম কুমারকে উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতার করা হয় আনোয়ারকে। রংপুর পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত আনোয়ারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই অপহরণের ঘটনায় লালমনিরহাটের মোগলহাট সীমান্তে চাউর হয়েছে যে, উগ্রমৌলবাদী জঙ্গী, অবৈধ অস্ত্র পাচারকারী ও অপহরণকারী চক্র পুনরায় সক্রিয় হয়ে উঠেছে। অভিযোগ আছে, এবার তারা কুখ্যাত সন্ত্রাসী, চোরাকাবারি ফারুক গংয়ের বলয়ে সুসংগঠিত হচ্ছে। মোগলহাট সীমান্তের কর্ণপুর চওড়াটারী গ্রামের জামে মসজিদের সভাপতির বিরুদ্ধে গ্রাম্য টাউট ও ফতোয়াবাজ হিসেবে কুখ্যাতি রয়েছে। থানা পুলিশ, স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ওসমানপুর পাড়ার নরেন্দ্র মোহন্তের পুত্র উত্তম কুমার মোহন্ত (৫০) একজন হিন্দু বিবাহ রেজিস্ট্রার ও ওসমানপুর মন্দিরের পুরোহিত। তাকে শুক্রবার বিবাহ রেজিস্ট্রির কথা বলে অপহরণকারীরা বাড়ি ডেকে নেয়। পরে তাকে চেতনানাশক ওষুধ দিয়ে অজ্ঞান করে লালমনিরহাট জেলা সদরের মোগলহাট সীমান্তে নিয়ে যায়। এবং মোগলহাটের কর্ণপুর গ্রামের আলতাব হোসেনের পুত্র আনোয়ার হোসেনের বাড়িতে পুরোহিতকে রাখা হয়। তার কাছে মোটাদাগে অর্থ আদায় করতে পরিবারের সদস্যদের ফোন করতে বাধ্য করা হয়। এই ফোনের সূত্র ধরে পরিবারের স্বজনরা পীরগঞ্জ থানা পুলিশের মাধ্যমে রংপুর পুলিশের সহায়তায় পুরোহিতকে উদ্ধার করে রংপুরে নিয়ে যায়। পুলিশের এসআই আব্দুল কুদ্দুস জানান, সদর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই রংপুরের পুলিশের বিশেষদল পুরোহিতকে উদ্ধার করে নিয়ে যায়। রংপুর পুলিশের একটি সূত্রে জানা যায়, আটক অপহরণকারী দলের সদস্য আনোয়ার হোসেন পুরোহিতকে অপহরণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। পুরোহিতের পরিবারের নিকট নগদ অর্থ নেয়ার পর তাকে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে নিয়ে হত্যা করা হতো। সীমান্তে হত্যাকা-ে কোন বিচার নেই। বিএসএফ পিটিয়ে মেরেছে অথবা গরু ব্যবসায়ী মরেছে খবর আসত। এইভাবে অপহরণের ঘটনা ধামাচাপা পড়ে যেত। এই চক্রের নেটওয়ার্ক অনেক বিস্তীর্ণ।
×