ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনী সহিংসতা ॥ আহত আরও একজনের মৃত্যু

প্রকাশিত: ০৪:২৯, ১১ জুন ২০১৬

নির্বাচনী সহিংসতা ॥ আহত আরও  একজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ১০ জুন ॥ গফরগাঁও উপজেলা ইউপি নির্বাচনী সহিংসতায় বিজিবির গুলিতে আহত ছাত্রলীগ নেতা নাজমুল হক (২২) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়ে বৃস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মারা যান। ৪ জুন ইউপি নির্বাচনের দিন সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩নং সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থী মোঃ মোশারফ হোসেন ও অপর সদস্য প্রার্থী মোঃ আবদুল করিমের কর্মীদের মধ্যে জালভোট দেয়াকে কেন্দ্র করে দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে বিজিবি ও পুলিশ গুলি করে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়। মোশারফ হোসেনের সমর্থিত আওয়ামী লীগ কর্মী মোঃ শাহজাহানের ঘটনাস্থলে মৃত্যু হয়। আহতদের মধ্যে গফরগাঁও ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। পরে এ ঘটনায় একই দিন দুপুরের দিকে গুলিবিদ্ধ মোঃ নাজমুল হক (২৫)সহ কয়েকজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে নাজমুলের অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নাজমুল হকের মৃত্যু হয় ।
×