ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকি নেতা লিয়াকত আলীর নামে স্কুল ॥ পরিবর্তন দাবি

প্রকাশিত: ০৪:২২, ১০ জুন ২০১৬

পাকি নেতা লিয়াকত আলীর নামে স্কুল ॥ পরিবর্তন দাবি

সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ৯ জুন ॥ রায়পুর উপজেলার রায়পুর-চাঁদপুর সড়কে পৌর শহরের পশ্চিম কেরোয়া গ্রামে স্থাপিত ঐতিহ্যবাহী এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি এখনও পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী নবাবজাদা লিয়াকত আলী খানের নামেই চলেছে। দীর্ঘ পথচলায় বিদ্যাপীঠটি অসংখ্য গুণীজনের জন্ম দিলেও উগ্রসাম্প্রদায়িক ও বাঙালীবিরোধী ওই পাকিস্তানী নেতার নামটি পরিবর্তনের দাবিতে সোচ্চার হয়ে ওঠেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। তারা তৎকালীন পূর্ব পাকিস্তান প্রদেশের মানুষের ওপর উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেয়ার অন্যতম নীতিনির্ধারক ও ইতিহাসের এই খলনায়কের নামে গড়া এ বিদ্যালয়ের নাম অনতিবিলম্বে পরিবর্তন দাবি করেছেন। স্বাধীনতার ৪৫ বছর পার হলেও ঘৃণ্য এ পাকি নেতার নামটি পরিবর্তনে উদ্যোগ না নেয়ায় তারা বিস্ময় প্রকাশ করেছেন। উল্লেখ্য, ১৯০৩ খ্রিস্টাব্দে প্রাথমিক বিদ্যালয় হিসেবে একজন শিক্ষক ও প্রায় ২০ ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু করে এ বিদ্যালয়টি। ১৯৪৭ খ্রিস্টাব্দে ৩ একর ৮৬ শতাংশ জমি নিয়ে পাকিস্তান প্রতিষ্ঠার পর দেশটির প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের নামেই লিয়াকত মেমোরিয়াল হাই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। ওই থেকে এখনও বয়ে বেড়াচ্ছে বাঙালীবিদ্বেষী এই পাকিস্তানী সাম্প্রদায়িক নেতার নাম।
×