ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতীয় জেলেদের ফেরত, ফিরল বাংলাদেশীরাও

প্রকাশিত: ০৪:১৯, ১০ জুন ২০১৬

ভারতীয় জেলেদের  ফেরত, ফিরল  বাংলাদেশীরাও

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চারঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের নদীতে পাল্টাপাল্টিভাবে জেলেদের আটকের পর রাতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর পর আটক ভারতীয় জেলেদের ফেরত দিয়েছে বিজিবি। বিএসএফ সদস্যরাও এ সময় বাংলাদেশী জেলেদের ফেরত দেয়। বিজিবির ১ ব্যাটালিয়নের চারঘাট কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশের চকপাড়া ও ভারতের কাগমারী সীমান্তের মধ্যবর্তী স্থানে বালুচরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এর পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী একে অপরের দেশের জেলেদের ফেরত দেয়ার সিদ্ধান্ত নেয়। পরে রাত ৯টার দিকে দুই দেশের জেলেদের বিনিময় ঘটে। প্রসঙ্গত, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিএসএফ সদস্যরা চারঘাটের সীমান্ত এলাকা চকপাড়া ও সাড়িয়াখাল এলাকার বিপরীতে পদ্মা নদী থেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ১০ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে যায়। এর প্রতিবাদে বিজিবি সদস্যরাও নদী থেকে ১১ জেলেকে ধরে নিয়ে আসে। এর পর বিকেলে দুই বাহিনীই পতাকা বৈঠকের জন্য একে অপরকে চিঠি দেয়। পরে রাতে পতাকা বৈঠকের পর দেশে ফিরল দুই দেশের জেলেরা।
×