ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লাফার্জ সুরমার এজিএম স্থগিত

প্রকাশিত: ০৩:৫০, ১০ জুন ২০১৬

লাফার্জ সুরমার এজিএম স্থগিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে। তবে রেকর্ড ডেট অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, অর্থবিল ২০১৫ ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা পরিপালনের লক্ষ্যে কোম্পানিটির এজিএম স্থগিত করা হয়েছে। এর আগে কোম্পানিটি আগামী ১৬ জুন এজিএম করার ঘোষণা দিয়েছিল। নির্দেশনা অনুযায়ী কোম্পানির হিসাব বছর জুনে শেষ হবে। এরপর কোম্পানিটি এজিএমের নতুন তারিখ ঘোষণা করবে। কোম্পানিটি জানিয়েছে, কোম্পানির ঘোষিত ৫ শতাংশ নগদ লভ্যাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ হিসাবে বিবেচিত হবে। আর ১৬ জুলাইয়ের আগেই এই লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করা হবে। -অর্থনৈতিক রিপোর্টার লভ্যাংশ পাঠিয়েছে এ্যাপেক্স ফুটওয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এ্যাপেক্স ফুটওয়্যার সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমের মাধ্যমে লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। তবে ফোলিও শেয়ারহোল্ডারদের কাছে এখনও লভ্যাংশ পাঠায়নি কোম্পানিটি। উল্লেখ্য, এ্যাপেক্স ফুটওয়্যার ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×