ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চিকিৎসকদের ফি নির্ধারণে নতুন আইন হচ্ছে ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৮:২৫, ৯ জুন ২০১৬

চিকিৎসকদের ফি নির্ধারণে নতুন আইন হচ্ছে ॥ স্বাস্থ্যমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ চিকিৎসকদের প্রাইভেট প্রাকটিসের ফি হালনাগাদ করতে সরকার নতুন আইন করতে যাচ্ছে বলে সংসদকে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। তিনি জানান, বর্তমানে ‘দ্য মেডিক্যাল প্রাকটিস এ্যান্ড ক্লিনিকস এ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যাস- ১৯৮২’ অনুযায়ী বেসরকারী পর্যায়ে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই আইনের তফসিলে বিশেষজ্ঞ চিকিৎসকদের মেডিক্যাল ফি, কনসালটেশন ফি নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী জানান, ওই অধ্যাদেশ হালনাগাদ ও যুগোপযোগী করে বেসরকারি চিকিৎসা সেবা আইন-২০১৬’ এর খসড়া শীঘ্রই চূড়ান্ত করে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। নতুন আইন হলে বেসরকারী পর্যায়ে চিকিৎসা সেবার ক্ষেত্রে ‘যুগোপযোগী ও হালনাগাদ ফি’ নির্ধারণ সম্ভব হবে। জাসদের এ কে এম রেজাউল করিম তানসেনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারী হাসপাতালগুলোতে স্বাস্থ্য সেবা সম্প্রসারণে এক শিফটের পরিবর্তে দুই শিফটে বহির্বিভাগ চালু করা হলে অধিক সংখ্যক জনগণ স্বাস্থ্য সেবা গ্রহণ করতে সক্ষম হবে। এ লক্ষ্যকে সামনে রেখে সম্প্রতি পরীক্ষামূলকভাবে সরকারী হাসপাতালগুলোতে বৈকালিক বহির্বিভাগ চালু করার জন্য প্রাথমিক পর্যায়ে ১০টি হাসপাতাল নির্বাচন করা হয়েছে।
×