ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে শ্রমিক-মালিক পক্ষ সংঘর্ষ ॥ আহত ২০

প্রকাশিত: ০৬:০০, ৯ জুন ২০১৬

আড়াইহাজারে শ্রমিক-মালিক  পক্ষ সংঘর্ষ ॥ আহত ২০

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৮ জুন ॥ আড়াইহাজারে পাঁচ শ্রমিককে মারধর করার ঘটনার জের ধরে বোনাফাইড নিটিং নামের এক মশারী তৈরির কারখানার শ্রমিক ও মালিক পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় উত্তেজিত শ্রমিকরা আড়াইহাজার-গোপালদি সড়ক ২ ঘন্টা অবরোধ সৃষ্টি করে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের কালিহাট এলাকায়। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার মিলের তালা কেটে ফেলার অভিযোগে বোনাফাইড নিটিং মিলের ম্যানেজার জহিরুল ইসলাম মিলের ৫ শ্রমিককে সন্দেহ করে তাদেরকে মিলের একটি কক্ষে আটকে রেখে হকিষ্টিক দিয়ে পিটিয়ে আহত করে। পরে অন্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মিলের শ্রমিকরা উত্তেজিত হলে স্থানীয় চেয়ারম্যান আবু তালেব মোল্লা বিচারের আশ্বাস দিয়ে শ্রমিকদের শান্ত করে। বুধবার মিলের মালিক পক্ষ ও শ্রমিকদের নিয়ে স্থানীয় ফতেপুর ইউনিয়ন পরিষদে বিচারে বসার কথা ছিল। শ্রমিকরা ইউনিয়ন পরিষদে আসলেও মিলের মালিক বা ম্যানেজার উপস্থিত হয়নি। এতে শ্রমিকরা মালিক পক্ষের উপর ক্ষিপ্ত হয়ে মিলে হামলা চালিয়ে মিলের দরজা জানালা ভাংচুর করে। পরে মালিক পক্ষের লোকজন ও শ্রমিদের মধ্যে ২ ঘন্টাব্যাপি লাঠিসোটা, হকিষ্টিক নিয়ে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। সংর্ষষের সময় বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি শান্ত করতে গিয়ে ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব মোল্লাসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
×