ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকারী হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা প্রস্তাব পর্যালোচনার জন্য কমিটি গঠন

প্রকাশিত: ০৮:৩২, ৮ জুন ২০১৬

সরকারী হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা প্রস্তাব পর্যালোচনার জন্য কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥ সরকারী হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কাজে সহায়তা দিতে কয়েকটি বেসরকারী প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত প্রস্তাবসমূহ পর্যালোচনা করার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন পেশ করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে এক মতবিনিময় সভায় সভাপতিত্বকালে মন্ত্রী এই কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল) ফয়েজ আহম্মেদ, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) সামিউল ইসলাম। কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে দেশের সরকারী হাসপাতালগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার কাজে বেসরকারী প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। প্রয়োজনে বিদেশী প্রতিষ্ঠানকেও আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানান মন্ত্রী। এ সময় তিনি সম্প্রতি মালয়েশিয়া ও শ্রীলঙ্কা সফরকালে সেখানকার হাসপাতাল ব্যবস্থাপনার উদাহরণ তুলে ধরেন। পরে স্বাস্থ্যমন্ত্রী টাঙ্গাইলের তিন উপজেলায় চলমান শেখ হাসিনা হেলথ কেয়ার কর্মসূচির পাইলট প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে প্রকল্প বাস্তবায়নে গতিশীলতা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সভায় জানানো হয়, টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এ পর্যন্ত ২ হাজার ৮৩৯ পরিবারকে স্বাস্থ্যকার্ড বিতরণ করা হয়। এর মধ্যে ৮৩৭ জন উপজেলা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেন, ১০৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ১৩ জনকে জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সরকার অতি দরিদ্রদের ৫০টি জটিল রোগের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচীর আওতায় শেখ হাসিনা হেলথ কার্ড বিতরণের পাইলট প্রকল্প চালু করেছে। জটিল ও ব্যয়বহুল চিকিৎসা বিনামূল্যে পাওয়া নিশ্চিত করতে সারাদেশের দরিদ্রদের মধ্যে এই কার্ড পর্যায়ক্রমে ছড়িয়ে দেয়ার ঘোষণা দেন মোহাম্মদ নাসিম।
×