ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চ্যারিটি ম্যাচে তারার মেলা

প্রকাশিত: ০৬:৪৯, ৭ জুন ২০১৬

চ্যারিটি ম্যাচে তারার মেলা

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের নানাপ্রান্তে রবিবার চ্যারিটি ফুটবল ম্যাচের হাট বসেছিল। ইংল্যান্ডের ওল্ডট্রাফোর্ডে মুখোমুখি হয়েছিল বিশ্ব একাদশ ও ইংল্যান্ড অল স্টার। ম্যাচে দশজনের দলে পরিণত হওয়া বিশ্ব একাদশকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা উল্লাস করেছে ইংল্যান্ড। অন্যদিকে সান্টিয়াগো বার্নাব্যুতে প্রতিদ্বন্দ্বিতা করে রিয়াল মাদ্রিদ লিজেন্ডস ও আয়াক্স লিজেন্ডস। ম্যাচে রিয়ালের সাবেক তারকারা জয় পায় ৩-১ গোলে। ওল্ডট্রাফোর্ডের ম্যাচটি ছিল দারুণ উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ব্রিটিশ চ্যারিটি ইভেন্ট সকার এইডের আয়োজনে দু’বছর পর পর এই চ্যারিটি ম্যাচ অনুষ্ঠিত হয়। লক্ষ্য ইংল্যান্ডে শিশুদের দাতব্য সংস্থা ইউনিসেফের জন্য তহবিল সংগ্রহ করা। সাবেক ও বর্তমান ফুটবলারদের পাশাপাশি সেলেব্রিটিরাও এতে অংশ নেন। এবারের আসর থেকে ৫.৪ মিলিয়ন পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। ২০০৬ সাল থেকে সকার এইডের যাত্রা শুরু। এ নিয়ে চারবার শিরোপা জিতল ইংল্যান্ড। ম্যাচটি উপভোগ করেন নবনিযুক্ত ম্যানচেস্টার ইউনাইটেড কোচ জোশে মরিনহো। ছিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলেও। দু’জনকে একসঙ্গে বেশ খোশমেজাজে দেখা যায়। ম্যাচের প্রথমার্ধে কোন দলই গোল পায়নি। বিরতির পর ৫০ মিনিটে চোখ ধাঁধানো ফ্রিকিকে ইংল্যান্ডকে এগিয়ে নেন সাবেক ফুটবলার ও ইংলিশ টেলিভিশন উপস্থাপক মার্ক রাইট। তবে ৫৬ ও ৫৯ মিনিটে জোড়া গোল করে বিশ্ব একাদশকে এগিয়ে নেন সাবেক ম্যানইউ তারকা দিমিট্টি বারবাটভ। এরপর টিভি উপস্থাপক বেন শেফার্ড দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় ইংল্যান্ড। এরপরও অবশ্য শেষ পর্যন্ত ইংলিশরাই শেষ হাসি হাসে। পিছিয়ে পড়ার ছয় মিনিট বাদেই দলকে সমতায় ফেরান বদলি হিসেবে নামা জার্মেইন ডিফো। এরপর জয়সূচক গোলটিও করেন সান্ডারল্যান্ডের ৩৩ বছর বয়সী এ ইংলিশ ফরোয়ার্ড। লিচেস্টার সিটিকে ইংলিশ লীগের চ্যাম্পিয়ন করার কারিগর ক্লডিও রানিয়েরি চ্যারিটি ম্যাচে বিশ্ব একাদশের কোচের ভূমিকায় ছিলেন। কিন্তু এখানে তিনি ব্যর্থ হন। ম্যাচটিতে খেলা তারকাদের মধ্যে অন্যতম রোনাল্ডিনহো, কাফু, ডিডা, ইতালির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারো, বুলগেরিয়ার দিমিট্টি বারবাটভ, ক্যামেরুন তারকা স্যামুয়েল ইতো। ২০১০ সাল থেকে স্পেনের বার্নাব্যুতে আয়োজন করা রিয়াল ও আয়াক্সের সাবেকদের ম্যাচ। এবার রিয়ালের হয়ে খেলেন লুইস ফিগো, রবার্টো কার্লোস, রাউল গঞ্জালেস ও ক্লারেন্স সিড্রফের মতো তারকারা। অন্যদিকে হল্যান্ডের ক্লাব আয়াক্সের হয়ে খেলেন ভ্যান ডার সার, হিটিংগা, পেরেজ ও রিচার্ডের মতো কিংবদন্তিরা। ম্যাচে রিয়ালের হয়ে একটি করে গোল করেন পর্তুগালের সাবেক অধিনায়ক ফিগো (২৭), ম্যাক মানামান (৩২) ও বুটারগুয়েনো (৪৭)। আয়াক্স একমাত্র গোলটি পায় রিয়ালের তারকা সিড্রফের আত্মঘাতীর সৌজন্যে।
×