ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পল্লবীতে কলার আড়তে মোবাইল কোর্টের অভিযান, লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৮:৩৭, ৬ জুন ২০১৬

পল্লবীতে কলার আড়তে মোবাইল কোর্টের অভিযান, লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধ কালশী কলার আড়তে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত মোঃ জাফর শেখ (৪৭) নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে। রবিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত মিরপুর ১১ নম্বর সেকশন সি ব্লক এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন র‌্যাব-৪, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল ও সহকারী পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম এর নেতৃত্বে একটি দল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন বিএসটিআই এর ইন্সপেক্টর পীযূষ কর্মকার এবং ফিল্ড অফিসার মোঃ খালেদ হোসেন। র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআইয়ের ইন্সপেক্টর পীযূষ কর্মকার এবং ফিল্ড অফিসার মোঃ খালেদ হোসেন বিভিন্ন ফলে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করেন। এসময় ফল বিক্রেতা মোঃ জাফর শেখের (৪৭) দোকানে নিষিদ্ধ বিষাক্ত (ইথিফোন) কেমিক্যালের মাধ্যমে ফল পাকানোর প্রমাণ মেলে। এ অপরাধে এক লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। তবে আসামি সম্পূর্ণ অর্থ পরিশোধ করে দায় মুক্তি পান। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিভিন্ন ফলের দোকান মেসার্স কিশোরগঞ্জ ফল ভাণ্ডার, ভাই ভাই ফলের আড়ত, মোঃ সিরাজ মিয়া ফলের দোকান, মোঃ বাচ্চু খলিফা ফলের দোকান, শাফায়েত এন্টারপ্রাইজসমূহে ফল পরীক্ষা করা হয়। ফল বিক্রেতারা জানান যে, তারা যখন ফল বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করেন তখন মেয়াদের তারিখ, ওজন ইত্যাদি সঠিকভাবে যাচাই করে নেন। এছাড়া উক্ত ফরমালিন পরীক্ষায় উপরোক্ত দোকানে ফলের মধ্যে কোনরূপ ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি।
×