ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বিসিএস শিক্ষা সমিতি নির্বাচনে সরকার সমর্থকদের নিরঙ্কুশ বিজয়

প্রকাশিত: ০৮:১৬, ৬ জুন ২০১৬

বিসিএস শিক্ষা সমিতি নির্বাচনে সরকার সমর্থকদের নিরঙ্কুশ বিজয়

স্টাফ রিপোর্টার ॥ সরকারী কর্মকর্তাদের সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন বিসিএস শিক্ষা সমিতির নির্বাচনে ভরাডুবি হয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের। অন্যদিকে মতবিরোধ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করায় দীর্ঘদিন পর বড় সাফল্য পেল সরকার সমর্থকরা। ভোট গণনা থেকে রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা ফলাফলে ১২৩টি পদের মধ্যে মহাসচিবসহ ১১৯টি পদেই বিশাল ব্যবধানে জয় পেয়েছে সরকার সমর্থক ‘ক’ প্যানেল। কেবল তিনটি সদস্য পদ পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থিক ‘খ’ প্যানেল। এদিকে সরকার সমর্থকদের জনপ্রিয় শিক্ষক নেতা মোঃ আই কে সলিমুল্লাহ খোন্দকার স্বতন্ত্র হিসেবে লড়ে সভাপতি নির্বাচিত হয়ে সাড়া ফেলে দিয়েছেন। গত শুক্রবার দেশের ২২০টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় ভোটদান কার্যক্রম। দেশের তিন শতাধিক সরকারী কলেজ, শিক্ষাবোর্ড, শিক্ষা অধিদফতর, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিসহ (নায়েম) শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংশ্লিষ্ট দফতরে কর্মরত প্রায় ১২ হাজার শিক্ষক-কর্মকর্তা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দেশজুড়ে নির্বাচনকে ঘিরে সরব শিক্ষক রাজনীতি। ভোট গ্রহণ শেষে রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফল সম্পর্কে ‘ক’ প্যানেলের নির্বাচিত প্রার্থী ঢাকা কলেজের শিক্ষক মোঃ আবদুল কুদ্দুস সিকদার বলছিলেন, আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়েছে। এবার ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করায় আমাদের আশানুরূপ ফল পাওয়া সম্ভব হয়েছে। তিনি সকল ভোটারকে অভিনন্দন জানান। নির্বাচনে সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ আই কে সলিমুল্লাহ খোন্দকার ও মহাসচিব পদে মোঃ শাহেদুল খবীর চৌধুরীসহ ‘ক’ প্যানেলের প্রায় সকল প্রার্থীই বিজয় লাভ করেছেন। তিনটি সদস্য পদে ‘খ’ প্যানেলের প্রার্থী জিতেছেন। যার দুটি সিলেট ও একটি বরিশাল বিভাগীয় সদস্য।
×