ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মোড়ানো যাবে স্মার্টফোন

প্রকাশিত: ০৬:৪০, ৪ জুন ২০১৬

মোড়ানো যাবে স্মার্টফোন

হাতের কবজিতে থাকা ব্রেসলেটের মতোই মোড়ানো যাবে স্মার্টফোন। নমনীয় স্ক্রিনের এমন স্মার্টফোনই তৈরি করছে চীনের উদ্যোক্তা প্রতিষ্ঠান মক্সি। গ্রাফিন পদার্থ দিয়ে তৈরি স্মার্টফোনটির স্ক্রিন বাঁকানো থাকায় তুলনামূলক স্বচ্ছন্দে বিভিন্ন তথ্য দেখা যাবে। চাইলে আর দশটা স্মার্টফোনের মতো লম্বা আকারেও ব্যবহার করা সম্ভব স্মার্টফোনটি। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে সাদাকালো স্ক্রিনের স্মার্টফোন তৈরিও করেছে মক্সি। আগামী দিনে রঙ্গিন স্ক্রিনের স্মার্টফোন তৈরি করা হবে। সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষ নাগাদ চীনের বাজারে শুধু সাদাকালো স্ক্রিনের স্মার্টফোনটি পাওয়া যাবে। কিনতে গুনতে হবে ৭৭৬ ডলার।
×