ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

এবারও সানচেজের ঝলক!

প্রকাশিত: ০৫:৩৩, ৪ জুন ২০১৬

এবারও সানচেজের ঝলক!

স্পোর্টস রিপোর্টার ॥ শেষের সেই দৃশ্যটা এখনও তরতাজা! গত বছর কোপা আমেরিকার ফাইনালে এ্যালেক্সিস সানচেজ সার্জিও রোমেরোকে বোকা বানিয়ে আলতো শটে সোজা বল আর্জেন্টিনার জালে পাঠিয়ে দিলেন। ভাগ্যও যেন আরও একবার বোকা বানাল আর্জেন্টিনাকে। ২২ বছরের অপেক্ষা ঘুচল না। টাইব্রেকারে ৪-১ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতল চিলি। এটাই ছিল চিলির প্রথম কোন বড় শিরোপা। ৯৯ বছরের অপেক্ষা ঘুচিয়ে উচ্ছ্বাসের জোয়ারে ভাসে চিলি শিবির। চিলির সোনালি প্রজন্ম স্বাগতিক দর্শকদের এনে দেয় বহু আরাধ্যের এক ট্রফি। আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী শিরোপা। এক শতাব্দী পর শিরোপা জয়ের সেই উচ্ছ্বাসের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে শুরু হয়ে গেল কোপার বিশেষ আসর। কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামছে চিলি। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এই আসরে এবারও ফেবারিট তারা। গত বছর দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এ্যালেক্সিস সানচেজ। বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকা এই স্ট্রাইকারের ঝলক দেখা যেতে পারে এই মৌসুমেও। চিলির হয়ে ৯৩ ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ের মধ্যেই নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার। প্রতিপক্ষের জালে ৩১ গোল করে আক্রমণ ভাগে চিলির অন্যতম ভরসার নাম সানচেজ। দুটি বিশ্বকাপ ছাড়াও কোপা আমেরিকার দুটি টুর্নামেন্টে পারফর্ম করেছেন তিনি। বর্তমানে দলের সবচেয়ে অভিজ্ঞ স্ট্রাইকারও আর্সেনালের এই চিলিয়ান। তবে এবারও সানচেজদের সামনে বড় বাধা সেই আর্জেন্টিনা। কেননা এবারও যে তাদের গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। যারা ২৩ বছরের শিরোপা-খরা ঘুচাতে মরিয়া। এই গ্রুপে সানচেজদের অন্য দুই প্রতিপক্ষ দেশ হলো বলিভিয়া এবং পানামা।
×