ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছে বিএনপি ॥ শেখ সেলিম

প্রকাশিত: ০৫:১৯, ৪ জুন ২০১৬

ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছে বিএনপি ॥ শেখ সেলিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, জাতীয় সংসদে উত্থাপিত ২০১৬-২০১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপি প্রতিক্রিয়ায় পুরানো ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছে। শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সফল করতে গঠিত ঘোষণাপত্র উপ-কমিটির এ সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রতি বছরই বাজেট উত্থাপন শেষে বিএনপি এ ধরনের বক্তব্য দিয়ে আসছে, বিএনপি তো তাদের সেই পুরনো ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছে। শেখ সেলিম বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন দেশের মানুষ উচ্চাভিলাষী জীবনযাপন করবে। বঙ্গবন্ধু উচ্চাভিলাষী না থাকলে দেশ এখন পাকিস্তানের মতো পিছিয়ে থাকতো। বঙ্গবন্ধু উচ্চাভিলাষী ছিলেন বলেই বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছেন। তিনি বলেন, বাজেট উচ্চাভিলাষী না হলে কিভাবে পদ্মা সেতু, মেট্রোরেল, পায়রা বন্দর ও ফ্লাইওভার হবে? আর উচ্চাভিলাষ না থাকলে তো মানুষও সামনের দিকে এগিয়ে যায় না। এই বাজেট উন্নয়নশীল বাজেট। এতে গ্রাম উন্নয়ন থেকে শুরু করে মেগাপ্রজেক্ট বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশের চেহারাই পাল্টে যাবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার দায় কে নিবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শেখ সেলিম বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে সামাজিক অনেক দ্বন্দ্ব থাকে। এই পাড়া ওই পাড়া, খালের এপার ওপার নিয়ে সামাজিক দ্বন্দ্ব থাকে যার প্রভাব ইউনিয়ন পরিষদ নির্বাচনে পড়ে। এরজন্য সহিংসতা হয়। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক ব্যক্তিগত বিষয় থাকে, যা রাজনৈতিক নয়। তারপর সরকার কোথাও গাফিলতি বরদাশত করেনি। অপরাধী যেই হোক না কেন ব্যবস্থা নেয়া হচ্ছে। শেখ সেলিম বলেন, এর আগে আমাদের ঘোষণাপত্রে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ঘোষণাপত্রে যুগোপযোগী নতুন সিদ্ধান্ত ছাড়াও নতুন পৌরসভা ও বিভাগের উন্নয়নে করণীয়গুলো অন্তর্ভুক্ত করা হবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে সামাজিক দ্বন্দ্বের কারণে সহিংসতা হয়। এর দায় কেন আমরা নিব? আর নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার কাজ নির্বাচন কমিশনের। আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে পারি।’ মতিয়া চৌধুরী বলেন, উচ্চভিলাষ না থাকলে আমরা চাল রফতানি করি কিভাবে? ঘোষণাপত্র উপ-কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সম্পাদকম-লীর সদস্য আফজাল হোসেন, ফরিদুন্নাহার লাইলী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল প্রমুখ। বৈঠক সঞ্চালনা করেন ঘোষণাপত্র উপ-কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট আব্দুল মান্নান খান। বিএনপির বাজেট প্রতিক্রিয়া গৎবাঁধা- হাছান মাহমুদ ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটের বক্তব্য না শুনে অন্যান্য বছরের মতো একই ভাষায় একই শব্দ চয়ন করে আগে থেকে লেখা গৎবাঁধা প্রতিক্রিয়া বিএনপি দিয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত বাজেট পরবর্তী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাজেট পেশ করলেই বিএনপি ও এক ধরনের সুশীলরা উচ্চাভিলাষী বাজেট বলে সমালোচনা করেন। কিন্তু উচ্চাভিলাষ না থাকলে দেশের দ্রুত অগ্রগতি সম্ভব নয়। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের স্ত্রী ক্রিস্টিনার ধর্মীয় পরিচয় নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহের ইঙ্গিতপূর্ণ বক্তব্য প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ঘরের মধ্যে ইহুদি রেখে বাইরে ইহুদি খোঁজা হচ্ছে বলে আপনি কি বলতে চেয়েছেন সেটা আমরা বুঝি। সজীব ওয়াজেদ জয়ের স্ত্রী ইহুদি নন, খ্রিস্টান ছিলেন। তিনি বিবাহের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আয়োজক সংগঠনের সভাপতি মো. শাহাদাত হোসেন টয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে এম আব্দুল মোমেন, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, বিশিষ্ট অভিনেতা খালেকুজ্জামান, কুয়েত আওয়ামী লীগের সভাপতি সাদেক হোসেন, শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি এম আতিক প্রমুখ। বিদেশী শক্তির ক্রীড়নক হিসেবে কাজ করছে বিএনপি-জামায়াত - খাদ্যমন্ত্রী ॥ খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিদেশী অপশক্তির ক্রীড়নক হিসেবে কাজ করছে বিএনপি-জামায়াত। মামলা থেকে নিজেকে বাঁচাতেই বিএনপি নেত্রী খালেদা জিয়া মরিয়া হয়ে বিদেশী অপশক্তির সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। শুক্রবার সকালে রাজধানীর সায়েদাবাদে শহীদ কাজী আরেফ আইডিয়াল হাইস্কুলে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, ‘বিদেশী শক্তি জঙ্গী দমনের নামে ইরাক, আফগানিস্তান, সিরিয়া এবং লিবিয়ার মতো বাংলাদেশের ভবিষ্যত ধ্বংস করতে চায়। আর এই বিদেশী অপশক্তির ক্রীড়নক হিসেবে কাজ করছে বিএনপি-জামায়াত। দেশকে ধ্বংসের জন্য তারা যাকে পাচ্ছে তার সঙ্গেই হাত মেলাচ্ছে। তারা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইসরাইলের ইহুদিদের সঙ্গেও হাত মেলাচ্ছে। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া যতোই তাল-বাহানা করুন না কেন, তিনি বুঝতে পারছেন তার গ্রেনেড হামলা মমলার ভবিষ্যত কি! তার জন্যই তিনি মরিয়া হয়ে মোসাদের সঙ্গে হাত মেলাচ্ছেন।
×