ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধর্ষণ মামলায় তরুণের যাবজ্জীবন

প্রকাশিত: ০৮:৫৬, ৩ জুন ২০১৬

ধর্ষণ মামলায় তরুণের যাবজ্জীবন

কোর্ট রিপোর্টার ॥ নবম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরীকে (১৫) ধর্ষণের মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদ- এবং এক আসামিকে খালাস দিয়েছে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ সালেহ উদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দ-িতের নাম আতিকুল ইসলাম ইমন (২০)। টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার গোবিন্দাসী গ্রামের আব্দুস সালামের ছেলে ইমন ঘটনার সময় এইচএসসি পরীক্ষার্থী ছিল। রায়ে ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদ-ের পাশাপাশি দ-িতের ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছর কারাদ-ের নির্দেশ দিয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা ট্রাইব্যুনালে উপস্থিত ছিল। খালাসপ্রাপ্ত আসামি হলো মশিউর রহমান ওরফে ফেনসিডিল মশিউর। মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ২ নবেম্বর রাজধানীর মহাখালীর মার্কেট গলির একটি বিল্ডিংয়ের ৩য় তলায় নিয়ে আসামি ইমন ভিকটিমকে ধর্ষণ এবং তা ভিডিও করে। পরে তা ইন্টারনেটে ছেড়ে দেয়। ওই ঘটনায় ভিকটিমের মা দুই আসামির বিরুদ্ধে থানায় মামলা করেন।
×