ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অলিম্পিক ডে উপলক্ষে বিওএর বিশেষ আয়োজন

প্রকাশিত: ০৬:৪৩, ৩ জুন ২০১৬

অলিম্পিক ডে উপলক্ষে বিওএর বিশেষ আয়োজন

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার ঢাকাসহ ৭ বিভাগীয় শহরে অলিম্পিক ডে ২০১৬ সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন এবং এর ব্যাপকতা সর্বস্তরের ক্রীড়াপ্রেমী জনগণের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ) বিশেষভাবে উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিওএর ডাচ্ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। সংবাদ সম্মেলনে তিনি অলিম্পিক ডে ২০১৬ আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য প্রদান করেন। এছাড়াও উপস্থিত ছিলেন হারুনুর রশীদ (সহ-সভাপতি, বিওএ), নূরুল ফজল বুলবুল (সভাপতি, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন এবং পরিচালক, এক্সিম ব্যাংক), অলিম্পিক ডে ২০১৬ এর সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ও বিওএর উপ-মহাসচিব বাদল রায়, উপ-মহাসচিব এসএম ইমতিয়াজ খান বাবুল, বিওএর কোষাধ্যক্ষ কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, অলিম্পিক ডে সাংগঠনিক কমিটির সদস্য-সচিব মোহাম্মদ আলী দ্বীন। স্পন্সর প্রদানকারী প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটিডে, মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট), আব্দুল মোনেম লিমিটেড, রানার গ্রুপ, একমি গ্রুপ এবং ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে বক্তব্য রাখেন এক্সিম ব্যাংকের পরিচালক নূরুল ফজল বুলবুল। শুক্রবার সকাল ৭টায় অলিম্পিক ডে রানটি রমনা টেনিস কমপ্লেক্স থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মশাল গেটে এসে শেষ হবে এবং ডে রান শেষে সকাল ৯টা থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে পুরুষ ও মহিলা হকি দলের অংশগ্রহণে আলাদাভাবে দুটি প্রদর্শনী হকি ম্যাচ অনুষ্ঠিত হবে। শনিবার বিকেল পৌনে ৪টায় অলিম্পিক ভবনে বৃক্ষরোপণ কর্মসূচী, ৪টায় বিওএ ডাচ্ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক অলিম্পিক কমিটির গৃহীত কার্যক্রমের একটি সেমিনার অনুষ্ঠিত হবে। ঢাকায় এবারের অলিম্পিক ডে রান র‌্যালিতে উল্লেখ সংখ্যক খেলোয়াড়, সংগঠক, ক্রীড়াপ্রেমী জনগণ অংশগ্রহণ করবে বলে আশা করছে বিওএ। উল্লেখ্য, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছর ২৩ জুন বিশ্বব্যাপী অলিম্পিক ডে উদযাপন করা হয়ে থাকে। বিশ্বব্যাপী ২৩ জুন অলিম্পিক ডে পালন করলেও এ বছর বাংলাদেশে অলিম্পিক ডে পালন করা হবে একটু আগেভাগেই, ৩ জুন। কারণ আগামী ক’দিন পর থেকেই পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। তাই বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ) ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) অনুমোদন নিয়ে আগেভাগেই অলিম্পিক ডে রান উদ্যাপনের সিদ্ধান্ত নেয়।
×