ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

গুলিতে নিহত এক

প্রকাশিত: ০৪:০৩, ৩ জুন ২০১৬

গুলিতে নিহত এক

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২ জুন ॥ লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী বিএম হিমায়েত হোসেন (নৌকা প্রতীক) এবং বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী খান জাহাঙ্গীর আলম (মোটরসাইকেল) সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তেলকাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিশান মুন্সি (৩২) আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক বলে জানা গেছে। পুলিশ জানান, নিশান মুন্সির শরীরে গুলি ও আঘাতের চিহ্ন রয়েছে। নিশান দিঘলিয়া পূর্বপাড়ার সিদ্দিক মুন্সির ছেলে। গাইবান্ধায় সংঘর্ষে নিহত এক নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে আবদুল খালেক (৫৫) নামে এক ব্যক্তি পালাতে গিয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া সংঘর্ষে দুই চেয়ারম্যান প্রার্থীসহ আরও ১০ জন আহত হয়েছেন। গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের খামারপাড়া এলাকায় বুধবার রাত পৌনে ২টায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল খালেক গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের হরিপুর গ্রামের মোঃ চান্দু মিয়ার ছেলে। বাঘায় আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষে আহত ২০ স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, বাঘায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও একই দলের বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় ৩ নারীসহ দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার নবগঠিত চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঢাকা-মাওয়া মহাসড়কে মানববন্ধন স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, এক পরিবারকে সমাজচ্যুত করার প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে মানববন্ধন হয়েছে। নির্বাচনে তার বিরুদ্ধে অবস্থান নেয়ায় বিজয়ী চেয়াম্যান পরিবারটিকে সমাজচ্যুত করেছে। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে উপজেলার হাসাড়া বাসস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। এতে ওই পরিবারের লোকজন ও তাদের আত্মীয়স্বজন অংশগ্রহণ করেন। নেত্রকোনায় নির্বাচনী অফিসে আগুন নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, নেত্রকোনা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বুধবার রাতে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাংচুর এবং প্রতীক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রৌহা ইউনিয়নের আ’লীগ দলীয় প্রার্থী ফরিদা ইয়াসমিন জানান, দুর্বৃত্তরা বুধবার গভীর রাতে ত্রিমোহনী বাজারে তার নির্বাচনী অফিসে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত পোস্টার ছিঁড়ে ফেলে। এছাড়া কুনিয়া, কচুডোয়ারি প্রভৃতি এলাকায় বাঁশ ও কাঠের তৈরি কয়েকটি নৌকা প্রতীক পুড়ে ফেলে। নওগাঁয় ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, মহাদেবপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দলীয় কার্যালয়ে টানানো নৌকা প্রতীক ভেঙ্গে ফেলার ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত হয়েছেন। দলীয় প্রতীক ভেঙ্গে ফেলার ঘটনায় জড়িত ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহারের দাবিতে প্রায় দেড় ঘণ্টা নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার । জানা গেছে, শনিবার উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রচার হিসেবে উপজেলার ভীমপুর ইউনিয়নের চকগৌরীহাটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান আলী ম-লের দলীয় কার্যালয়ে নৌকা প্রতীক টাঙ্গানো হয়। স্থানীয়দের মতে, ঘটনার সময় নওগাঁর মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান ওই নির্বাচনী কার্যালয়ে গিয়ে নৌকার প্রতীক বড় হয়েছে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন মর্মে অভিযোগ করে সেটি ভেঙ্গে দেয়। এ সময় ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ম্যাজিস্ট্রেটকে বেধড়ক মারপিঠ শুরু করে। খবর পেয়ে আওয়ামী লীগ প্রার্থী হাসান আলী ম-ল ঘটনাস্থলে গিয়ে দলীয় নেতাকর্মীর হাত থেকে ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করেন।
×