ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে নিহত এক

প্রকাশিত: ০৪:৩৩, ২ জুন ২০১৬

নরসিংদীতে নিহত এক

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ১ জুন ॥ নির্বাচনপরবর্তী সহিসংতায় বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে লিটন (২৮) নামে এক ব্যক্তি নিহত ও তানবীর আলম (১৮), আবদুল করিম (৮০) নামে দু’ব্যক্তি টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত এবং ১০ বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রায়পুরা উপজেলার দুর্গম চর এলাকা নিলক্ষা ইউনিয়নের আতশআলী বাজারে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, আওয়ামী লীগ সমর্থিত নিলক্ষা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলামের সমর্থকরা অতর্কিত স্থানীয় আতশআলী বাজারে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে আওয়ামী লীগের বিদ্রোহী পরাজিত চেয়ারম্যান প্রার্থী আবদুল হক সরকারের সমর্থক মোঃ লিটন মিয়া ককটেল বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত হয়। রংপুরে আহত ১৫ স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, নির্বাচনপরবর্তী সহিংসতায় রংপুরের বদরগঞ্জে ১৫ জন আহত হয়েছেন। বুধবার সকালে বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের কাজিপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানান, গত ২৮ মে পঞ্চম দফায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মধুপুর ইউনিয়নের কাজিপাড়ায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আয়নাল হক ও পরাজিত আওয়ামী লীগ প্রার্থী নুরুল আলম ভুট্টর সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি থেকে সংঘর্ষ বেধে যায়। গাইবান্ধায় নির্বাচন দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের ভোট ঘোষিত তফসিল অনুযায়ী গ্রহণ করার দাবিতে চেয়ারম্যান, মেম্বার প্রার্থী, ভোটার ও সর্বস্তরের নারী-পুরুষ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন। বুধবার সকালে গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার প্রার্থীসহ কয়েক হাজার ভোটার ও সর্বস্তরের নারী-পুরুষ ফুলছড়ি উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি দফায় দফায় উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে গজারিয়া ইউনিয়ন নাগরিক কমিটির আহ্বায়ক সাইদুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেনÑ ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন, ওহিদুল ইসলাম জয়, জাহাঙ্গীর আলম সরকার, জিহাদুর রহমান মওলা, শহিদুল ইসলাম কারী, নুরুন্নবী মুন্সী, সুজাউদৌলা আউয়াল, ফারুকুল ইসলাম, খোরশেদ আলম, বাবলু শেখ, সাজু মিয়া, কালা মিয়া, কল্পনা বেগমসহ গজারিয়া ইউপির চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীগণ। উল্লেখ্য, গজারিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মনোতোষ রায় মিন্টু ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে গজারিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মানচিত্র বদলে যাওয়া এবং ভৌগোলিক পরিবর্তনের অভিযোগ এনে সম্প্রতি হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। এর পরিপেক্ষিতে হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোঃ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম শহিদুল হকের আদালত ২৪ মে তিন মাসের স্থগিতাদেশ দেন। ভেদরগঞ্জে প্রার্থীকে গণধোলাই নিজস্ব সংবাদদাতা শরীয়তপুর থেকে জানান, বুধবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান লিটন মোল্লাকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। এলাকাবাসী জানান, কামরুজ্জামান লিটন মোল্লা দুপুরে ছয়গাঁও ইউনিয়নের গাংসার, কাজলকোট ও নাজিমপুর এলাকায় ভোটারদের টাকা দিয়ে ভোট ক্রয় করার সময় স্থানীয় লোকজন টাকাসহ তাকে হাতেনাতে আটক করে গণধোলাই দেয়। এ সময় জনরোষ থেকে বাঁচতে তিনি নড়িয়া উপজেলার কাঞ্চনপাড়া এলাকায় পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেন। ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কবিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কামরুজ্জামান লিটন মোল্লাকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে। এদিকে ডামুড্যা উপজেলার ৭টি ইউনিয়নের অধিকাংশ স্থানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ইন্ধন দিয়ে নৌকার ভরাডুবি ঘটাতে প্রকাশ্যে মাঠে নেমেছেন দলীয় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন মাঝি। তিনি এর আগেও দলবিরোধী কর্মকা-ের কারণে ৯ বছর দল থেকে বহিষ্কৃত ছিলেন। বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী সমাবেশ ও উঠান বৈঠকে দলের বিপক্ষে উস্কানিমূলক বক্তৃতা দেয়ায় বাড়ছে সহিংসতা। নাটোরে মারধর ও লুট নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, বড়াইগ্রামের চান্দাই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনিসুর রহমান খেচুর বিরুদ্ধে ভোট না দেয়া ও প্রচারের দায়ে নৌকার প্রকৃত নেতাকর্মীদের মারপিট, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে নৌকা সমর্থকগোষ্ঠী। বুধবার দুপুরে উপজেলার নৌকা সমর্থক গোষ্ঠীর কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় নৌকা সমর্থক গোষ্ঠীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। তিনি বলেন, নির্বাচনে জয়লাভ করার পর থেকেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনিসুর রহমান খেচু ও বিএনপির যৌথ আক্রমণে নৌকার কর্মী-সমর্থকদের মারপিট, ঘরবাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট অব্যাহত আছে। বিদ্রোহী প্রার্থীর হুমকি-ধমকিতে নৌকার অনেক কর্মী-সমর্থক প্রাণের ভয়ে বাড়ি ছাড়া হয়ে মানবেতর সময় পার করছেন। কুড়িগ্রামে পাল্টা অভিযোগ স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, উলিপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকবিরোধী সুবিধাভোগী আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উলিপুর উপজেলা আওয়ামী লীগ। বুধবার দুপুরে উলিপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু। কিশোরগঞ্জে ক্যাম্পে আগুন নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, হোসেনপুর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোবিন্দপুর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী মোঃ সাইদুর রহমানের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, গোবিন্দপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর পানান গ্রামের গোল জব্বারের বাড়িতে নৌকা প্রার্থীর অফিসে মঙ্গলবার গভীর রাতে কে বা কারা আগুন লাগিয়ে পালিয়ে যায়। শ্রীনগরে যুবলীগ নেতা সমাজচ্যুত! স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, শ্রীনগরে এক যুবলীগ নেতাকে পরিবারসহ সমাজচ্যুত করা হয়েছে। এর পেছনে ওই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সোলেমান খানের ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার হাসাড়া ইউনিয়নের কুমারপাড়ায় এ ঘটনা ঘটে। হাসাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও তার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা দিয়ে ওই এলাকার আঃ রশিদ কিন্ডারগার্টেনে সমাজপতিরা খিচুড়ি বিতরণ করে আনন্দ-উল্লাস করেছে। ওই সমাজের প্রধান মাতবর হাছাই শেখ ওরফে হাসান ও জহির সমাজচ্যুত করার বিষয়টি স্বীকার করেছেন।
×